রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

পিরোজপুরের নেছারাবাদে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

নাহিদ বিন রফিক (বরিশাল): পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত তিন দিনের কৃষি প্রযুক্তি মেলা আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম।

তিনি বলেন, বাংলার কৃষি হবে বৈদেশিক মুদ্রা অর্জনের বড় খাত। আমরা এগিয়ে যাচ্ছি উন্নয়নের পথে। গরু-লাঙ্গল নিয়ে আর মাঠে নয়। এখন চলছে কৃষিতে যান্ত্রিকীকরণ। করোনা পরবর্তী বিশে^র অনেক স্থানে খাদ্য সংকট দেখা দিয়েছে। তবে বাংলাদেশের একজন মানুষও না খেয়ে মারা যায়নি। মাননীয় প্রধানমন্ত্রী কৃষিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তাইতো কৃষির এত সফলতা। আমরা মনে করি, কৃষক বাঁচলেই বাঁচবে দেশ। প্রধান অতিথি কৃষি তথ্য সার্ভিসের স্টলে এসে মোবাইল অ্যাপ্স’র মাধ্যমে কৃষকের সেবা প্রত্যক্ষ করে সন্তোষ প্রকাশ করেন।

উপজেলা কৃষি অফিস আয়োজিত এ মেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহে আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক চিন্ময় রায় এবং উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক।

উপজেলা কৃষি অফিসার চপল কৃষ্ণ নাথের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. গোলাম কবীর, আওয়ামী লীগের উপজেলা সভাপতি এম এ হামিদ, কৃষি সম্প্রসারণ অফিসার সঞ্জয় হালদার, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নার্গিস জাহান প্রমুখ।

গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতাধীন এ  মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি তথ্য সার্ভিস, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বন বিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি স্টল স্থান পায়। মেলায় আগত দর্শনার্থীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।

This post has already been read 2468 times!

Check Also

সুনামগঞ্জে বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সমূহের কর্মশালা

মো. জুলফিকার আলী (সিলেট) : বিনা উপকেন্দ্র, সুনামগঞ্জ এর আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, …