বুধবার , ডিসেম্বর ১৮ ২০২৪

ব্যারিস্টার রফিক-উল হক এর মৃত্যুতে কৃষিমন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।

এক শোক বার্তায় কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক, এমপি বলেন, ব্যারিস্টার রফিক-উল হক ছিলেন দেশের আইন অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং বিচার বিভাগের স্বাধীনতা ও ভাবমূর্তি রক্ষায় বরাবরই সোচ্চার ছিলেন তিনি। তাঁর মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। কৃষিমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি শোক বার্তায় বলেন, “ব্যারিস্টার রফিক-উল হক এদেশের আইন অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। দেশে আইনের শাসন প্রতিষ্ঠাসহ বিচার বিভাগের স্বাধীনতা ও ভাবমূর্তি রক্ষায় তার অনবদ্য অবদান জাতি দীর্ঘকাল স্মরণে রাখবে। আইন পেশায় সাহসী ও দৃপ্ত পদচারণার পাশাপাশি সামাজিক ও শিক্ষামূলক কর্মকান্ডে তিনি ছিলেন সমান অনুরাগী। তাঁর মতো প্রাজ্ঞ আইনজীবীর মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।”

This post has already been read 3598 times!

Check Also

ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ

ময়মনসিংহ সংবাদদাতা: উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের …