শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪

কচুরিপানাকে সম্পদে পরিণত করতে হবে

নাহিদ বিন রফিক (বরিশাল) : কচুরিপানাকে সম্পদে পরিণত করতে হবে। যদিও দানাশস্যে আমরা অনেকটা এগিয়ে আছি। তবে পুষ্টিতে এখনো ঘাটতি রয়েছে। তাই ভাসমান পদ্ধতিতে সবজি আবাদের মাধ্যমে এর চাহিদা পূরণ করা সম্ভব। পাশাপাশি পাওয়া যাবে নিরাপদ খাবারের চমৎকার উৎস্যও।

শনিবার (৩১ অক্টোবর) ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের আওতায় মাদারীপুরের রাজৈর উপজেলার হিজলবাড়িতে ভাসমান কৃষির আধুনিক প্রযুক্তির ওপর কৃষক মাঠ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশালের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দিন কৃষকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

নীলমতি দুঃস্থ নারী কল্যাণ সংস্থার পরিচালক চিত্ত রঞ্জন বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ( ডিএই) মাদারীপুরের উপপরিচালক মো. মোয়াজ্জেম হোসেন, বারির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া এবং পিএসও ড. মো. আলিমুর রহমান।

প্রকল্প পরিচালক বলেন, ভাসমান কৃষিকে আধুনিকে রূপান্তরিত করে চাষাবাদে আরো লাভজনক করা যায়। এতে কৃষকের আগ্রহ বাড়বে। তাদের জীবনমান হবে উন্নত । তাই এ পদ্ধতি ডিএইর মাধ্যমে চাষির দোরগোড়ায় পৌঁছাতে হবে।

বৈজ্ঞানিক কর্মকর্তা এ. এফ. এম. রূহুল কুদ্দুসের সঞ্চালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন বিএআরআই ফরিদপুরের সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সেলিম আহম্মেদ, কৃষক দিপক বৈদ্য, কৃষাণী সুশীলা বারুরী প্রমুখ।

অনুষ্ঠানে বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। মাঠ দিবসে ৮০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।

This post has already been read 2629 times!

Check Also

 বরিশালের বাবুগঞ্জে বিনা ধান১৭’র মাঠ দিবস অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে বিনা ধান২৩’র মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ জেলার বাবুগঞ্জ …