রবিবার , জানুয়ারি ১৯ ২০২৫

গোপালগঞ্জের ভাসমান কৃষিসংশ্লিষ্ট চাষিদের মাদারীপুরে উদ্বুদ্ধকরণ সফর

নাহিদ বিন রফিক (বরিশাল): ভাসমান কৃষিভিত্তিক গবেষণা এলাকায় কৃষকদের উদ্বুদ্ধকরণ সফরের অংশ হিসেবে মঙ্গলবার (৩ নভেম্বর) গোপালগঞ্জের চাষিরা মাদারীপুরের রাজৈর উপজেলার হিজলবাড়িতে পরিদর্শন করেন। ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্প আয়োজিত এ সফরের নেতৃত্ব দেন  প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার।

অনুষ্ঠানে অতিথির মধ্যে ছিলেন বরিশালের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দিন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলিমুর রহমান, বিএআরআই ফরিদপুরের সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সেলিম আহম্মেদ, গোপালগঞ্জের সরেজমিন গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মহসিন হাওলাদার, বিএআরআই বরিশালের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান, এসও মো. আমিনুর রহমান প্রমুখ।

প্রকল্প পরিচালক কৃষকদের উদ্দেশ্যে বলেন, প্রকল্পের গবেষণাপ্রযুক্তিগুলো সরেজমিনে দেখানোর জন্যই এখানে আপনাদের আনা হয়েছে। এর মাধ্যমে অর্জিতজ্ঞান নিজমাঠে প্রয়োগের পাশাপাশি আশেপাশে ছড়িয়ে দিতে হবে।তাহলেই অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। সে সাথে হবে পুষ্টির চাহিদা পূরণ।

উদ্বুদ্ধকরণ সফরে গোপালগঞ্জের ৭ উপজেলার ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন।

This post has already been read 2642 times!

Check Also

রাজশাহীতে অনুষ্ঠিত হলো মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ

রাজশাহী সংবাদদাতা: “মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প” ২০২৪-২৫ অর্থ বছরের …