নাহিদ বিন রফিক (বরিশাল) : ব্রি উদ্ভাবিত বোরো মৌসুমের আধুনিক জাত ব্রি হাইব্রিড ধান৩ ও ব্রি হাইব্রিড ধান৪’র ওপর কৃষক প্রশিক্ষণ এবং বীজ বিতরণ অনুষ্ঠান শনিবার (৭ নভেম্বর) বরিশালের ব্রি হলরুমে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাশ।
তিনি বলেন, অতিরিক্ত খাদ্যের চাহিদা মেটাতে ধানের ফলন বাড়াতে হবে। এ জন্য প্রয়োজন হাইব্রিড জাতের ব্যবহার। সে লক্ষ্যে সময়মতো সার দিতে হবে। পাশাপাশি দরকার নিবিড় পরিচর্যা। তবেই অধিক উৎপাদন সম্ভব।
ব্রির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক আফতাব উদ্দিন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) অধ্যক্ষ গোলাম মোহাম্মদ ইদ্রিস এবং ডিএই বরিশালের উপপরিচালক মো. তাওফিকুল আলম।
অনুষ্ঠানে ভাসমান কৃষি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা খলিফা শাহ্আলম, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল আক্তার, ব্রির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মীর মনিরুজ্জামান কবীর, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন ব্রির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আবু সাঈদ। অনুষ্ঠান শেষে চাষিদের মাঝে বিনামূল্যে ব্রি উদ্ভাবিত হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।