বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪

ওয়াপসা-বিবি’র বার্ষিক সাধারণ সভা ২৮ নভেম্বর

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখা (WPSA-BB) -এর ‘বার্ষিক সাধারণ সভা-২০১৯’ আগামী ২৮ নভেম্বর, শনিবার অনুষ্ঠিত হবে। আজ ( সোমবার, ৯ নভেম্বর) সংগঠনটির সাধারণ সম্পাদক ডা. এম. আলী ইমাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

তবে, বিদ্যমান বৈশ্বিক করোনা পরিস্থিতি এবং জনসমাগমের উপর সরকারি বিধি-নিষেধ আরোপিত থাকায় এবারের সাধারণ সভাটি শারীরিক উপস্থিতির পরিবর্তে ডিজিটাল প্লাটফর্মে জুম ক্লাউড কনফারেন্সের মাধ্যমে ওইদিন (২৮ নভেম্বর, শনিবার) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সময়ে অনুষ্ঠিত হবে।

উক্ত জুম ক্লাউড কনফারেন্সে  সকল সদস্যগণকে অংশগ্রহণ করার অনুরোধ করা হয়েছে। এছাড়াও এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি “দৈনিক প্রথম আলো” এর আগামীকাল  (১০ নভেম্বর, ২০২০) সংখ্যার ভিতরের পাতায় প্রকাশিত হবে।

বার্ষিক সাধারণ সভা-২০১৯ সংক্রান্ত অন্যান্য তথ্যাদি আপনাকে যথাসময়ে অবহিত করা হবে।

জুম ক্লাউড লিংক এবং আইডি নিম্নরুপ :

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/7935866907

Meeting ID: 793 586 6907

No Pass-code is required.

This post has already been read 3181 times!

Check Also

দি ভেট এক্সিকিউটিভ এর পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন

এগ্রিনিউজ২৪.কম : গত (১৮ সেপ্টেম্বর) বিকালে নব গঠিত The Vet Executive এর কার্যকরী কমিটির পক্ষ …