শুক্রবার , ফেব্রুয়ারি ২১ ২০২৫

কামাল-রণজিতের ২৪তম শাহাদাৎ বার্ষিকীতে বাকৃবি ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

মো. আরিফুল ইসলাম (বাকৃবি) : ১৯৯৬ সালের ৯ নভেম্বর সন্ত্রাসী হামলায় নিহত ছাত্রলীগ কর্মী কামাল এবং রণজিতের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

সোমবার (৯ নভেম্বর) বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি সবুজ কাজীর নেতৃত্বে সীমিত পরিসরে ছাত্রলীগ কর্মী কামাল এবং রণজিতের ২৪তম শাহাদাৎ বার্ষিকীতে কামাল-রণজিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এ সময় ছাত্রলীগ কর্মী কামাল এবং রণজিতের হত্যাকারীদের মামলাটিকে রিভিউ করে পুন:বিচারের মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। এমসয় সেখানে শিক্ষক নেতৃবৃন্দ ও ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা ও হল শাখার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৯ নভেম্বর সন্ধ্যায় কো-অপারেটিভ মার্কেটে (বর্তমান কে.আর) ছাত্রদল কর্মীদের গুলিতে নিহত হন ছাত্রলীগ কর্মী কামাল এবং রণজিত। তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তখনকার সেই কো-অপারেটিভ মার্কেট পরবর্তীতে কামাল-রণজিত (কে. আর) মার্কেট নামকরণ করা হয়।

This post has already been read 3591 times!

Check Also

বাউরেসের অধীনে সাড়ে ৪ হাজার গবেষণা প্রকল্প সম্পন্ন

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) তত্ত্বাবধানে প্রতিষ্ঠালগ্ন থেকে ৪ হাজার ৫ …