শনিবার , ফেব্রুয়ারি ২২ ২০২৫

বগুড়ায় নোভিভো হেলথকেয়ার লি. এর পোল্ট্রি সেমিনার অনুষ্ঠিত

দেশের অন্যতম এগ্রোবেইজড কোম্পানী নোভিভো  হেলথকেয়ার লিমিটেড এর উদ্যোগে লেয়ার খামারীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১১ নভেম্বর) বগুড়ার শাহজানপুর উপজেলার বীরগ্রামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

শাহজাহানপুর  উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স রফিক স্টোর এর স্বত্তাধিকারী  আলহাজ মো রফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র এলাকার বিশিষ্ট পোল্ট্রি ব্যবসায়ী   মো হাসান, গাইব্রো   এনিমেল হেলথ লিমিটেড, মুম্বাই, ইন্ডিয়া এর কান্ট্রি সেলস ম্যানেজার ডা শফিউল্লাহ হোসাইন ডাল্টন, নোভিভো হেলথ কেয়ার লিমিটেড এর এসিস্ট্যান্ট ম্যানেজার ডা মো মুস্তাফিজুর রহমান , রিজিওনাল সেলস ম্যানেজার মো মোস্তফা সারোয়ার , সিনিয়র মার্কেটিং অফিসার মো শোয়েব আহমেদ, উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত লেয়ার খামারী বৃন্দ সহ প্রমুখ।

সেমিনারের শুরুতে ডা মো মুস্তাফিজুর রহমান শীতকালীন সময়ে লেয়ার খামার ব্যবস্থাপনার নানা দিক নিয়ে আলোচনা করেন। বিশেষত পর্দা ব্যবস্থাপনার খুটিনাটি নিয়ে বিশদ আলোচনা করেন। কোম্পানীর AD flor-200 sol, Captox, Respofit, Nefrofit, Immofit, Nutrifast এর গুনাগুন খামারীদের সামনে উপস্থাপন করেন। এ সময় খামারী বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

গাইব্রো  এনিমেল হেলথ লিঃ মুম্বাই, ইন্ডিয়া এর কান্ট্রি সেলস ম্যানেজার ডা শফিউল্লাহ হোসাইন ডাল্টন, লেয়ার খামারে ডিমের উৎপাদন বৃদ্ধি, রোগবালাই দুরীকরনে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। ডা ডাল্টন বাংলাদেশের পোল্ট্রির জগতে দীর্ঘদিন খামারীদের আস্থা অর্জন কারী নানা প্রোডাক্ট যেমনঃ Organic Minerals, Vannamin®, Liver Tonic- Hepamin Forte, Complete Gut Protector- Raafres® V, Water Acidifier- Acidol নিয়ে নানা বিজ্ঞানসম্মত আলোচনা করেন।

সভাপতি আলহাজ মো রফিকুল ইসলাম বলেন, “ প্রতিটি কোম্পানীকেই খামারীদের কথা চিন্তা করতে হবে। ভালো মানের মেডিসিন বাজারজাত করনের উপরও জোর দেন তিনি।

নোভিভো  হেলথ কেয়ার লিমিটেড এর পক্ষ খামারীদের জন্য বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয় এবং মধ্যাহ্ন ভোজের মাধ্যমে সেমিনারের সমাপ্তি হয়।

উক্ত সেমিনারে অত্র উপজেলার প্রায় অর্ধ শতাধিক খামারী অংশগ্রহন করেন।

This post has already been read 4068 times!

Check Also

নবনিযুক্ত ডিএলএস ডিজির সাথে এগ্রো প্রফেশনালস অফ বাংলাদেশ নেতৃবৃন্দের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক ড. মো: আবু সুফিয়ান- এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন …