নাহিদ বিন রফিক(বরিশাল) : খরিফ-২ মৌসুমে ফলবাগানে মুগডাল আবাদ করলে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে। বছরে এক ফসলের পরিবর্তে পাওয়া যাবে দুই ফসল। পাশাপাশি বাড়বে পশুখাদ্য আর আমাদের আমিষের যোগান। অতিরিক্ত হিসেবে পাওয়া যাবে মাটির পুষ্টি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) মাদারীপুরের ক্যাম্পাসে আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র আয়োজিত ফল বাগানে আন্তঃফসল হিসেবে মুগডাল চাষ জনপ্রিয়করণ শীর্ষক কৃষক মাঠদিবসে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই)পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ সামসুল আলম এসব কথা বলেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র -এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ছালেহ উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন বরিশালের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাফি উদ্দিন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোয়াজ্জেম হোসেন। বৈজ্ঞানিক কর্মকর্তা নন্দ দুলাল কুন্ডুর সঞ্চালনায় বক্তব্য রাখেন এসও মো. মামুনূর রশিদ।
মাঠ দিবসে বারি মুগ-৬’র চাষপদ্ধতি এবং এর উপকারিতা সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হয়। বাংলাদেশ তৈল বীজ ও ডাল ফসলের গবেষণা ও উন্নয়ন প্রকল্পের আওতাধীন ৮০ জন কৃষাণ-কৃষাণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।