নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার শীর্ষক দু’দিনের কৃষক প্রশিক্ষণ আজ (বুধবার, ২৫ নভেম্বর) শুরু হয়েছে। কৃষি তথ্য সার্ভিসের আয়োজনে এ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশ কৃষিতে রোল মডেল। আমাদের মতো এত উর্বর জমি পৃথিবীর কোথাও নেই। ধান ও সবজিতে আমরা বিশ্বে তৃতীয়। পাটে দ্বিতীয়। অন্যান্য ফসলের অবস্থান আশানুরূপ। সরকারের সার-বীজের সহায়তা চলমান আছে। এখন কোনো জমি খালি রাখা যাবে না। উৎপাদন আরো বাড়ানো দরকার। সে সাথে রাখতে হবে ধারাবাহিকতা বজায়। তা বাস্তবায়নে কৃষি তথ্য যোগাযোগ কেন্দ্রের (এআইসিসি) ভূমিকা অনন্য। তথ্যই শক্তি। তাই এআইসিসির মাধ্যমে কৃষির আধুনিক প্রযুক্তিগুলো চাষিদের দেরগোড়ায় পৌঁছাতে হবে। তবেই দেশ হবে কৃষিতে সমৃদ্ধ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন। সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন।
কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাবুগঞ্জের মধ্য রাকুদিয়া এআইসিসির সভাপতি রিতা ব্রহ্ম। প্রশিক্ষণে বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনার বিভিন্ন উপজেলার ৩০ জন এআইসিসি সদস্য অংশগ্রহণ করেন।