নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠক আজ (বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের ২য় লেভেলের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়। স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি, স্থায়ী কমিটির সদস্য মো. শহীদুল ইসলাম বকুল এমপি, নাজমা আকতার এমপি, মোছা. শামীমা আক্তার খানম এমপি এবং কানিজ ফাতেমা আহমেদ এমপি।
এছাড়াও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান কাজী হাসান আহমেদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবদুল জব্বার শিকদার, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের পরিচালক রশিদ আহমদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আব্দুর রহিম, মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম এর অধ্যক্ষ ক্যাপ্টেন মাসুক হাসান আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ্ মো. ইমদাদুল হক ও মো. তৌফিকুল আরিফ, যুগ্ম সচিব এস এম ফেরদৌস আলম ও মো. হামিদুর রহমান, উপসচিব সুব্রত ভৌমিক, মন্ত্রীর একান্ত সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।