রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

বরিশালের কৃষি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): দক্ষিণাঞ্চলে উচ্চমূল্যের ফসলের গবেষণা প্রযুক্তি বিস্তার শীর্ষক এক  কর্মশালা বুধবার (৩০ ডিসেম্বর) বরিশালের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের (আরএআরএস)  সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। বিএআরআই’র এসএসিপি  (বারি অংগ)প্রকল্প আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের  (বিএআরআই) পরিচালক  (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. কামরুল হাসান। তিনি বলেন, কৃষি এখন অনেক এগিয়ে। গত দশ বছর আর আজকের শস্যনিবিড়তার পার্থক্য নির্ণয় করলেই তা বুঝা যায়। উৎপাদনশীলতাই হচ্ছে কৃষির প্রধান নিয়ামক। তাই এ ধারা অব্যাহত রাখা চাই। তাহলেই খাদ্যের অতিরিক্ত চাহিদা মিটবে। দেশ হবে আরো উন্নত।

আরএআরএস’র  মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা  মো. রফি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন।

বিএআরআই’র  বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমানের  সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ড. অপূর্ব কান্তি চৌধুরী, ডিএই ঝালকাঠির উপপরিচালক মো. ফজলুল হক, পিরোজপুরের উপপরিচালক চিন্ময় রায়, বরগুনার উপপরিচালক আবদুল অদুদ খান,  ভোলার ভারপ্রাপ্ত  উপপরিচালক মো. রাশেদ হাসনাত, নলছিটির উপজেলা কৃষি অফিসার  ইসরাত জাহান মিলি, আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম  রেজাউল করিম,  বিএআরআই’র  বৈজ্ঞানিক কর্মকর্তা   মো. মাইনুল ইসলাম, চরফ্যাশনের আদর্শ চাষি আকতার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে কৃষিসংশ্লিষ্ট  বিভিন্ন প্রতিষ্ঠান ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এদিকে,  দক্ষিণ  অঞ্চলে উচ্চ ফলনশীল ফসলের সংগ্রহোত্তর প্রক্রিয়াকরণ  শীর্ষক অনুরূপ এক আঞ্চলিক  কর্মশালা একই ক্যাম্পাসের প্রশিক্ষণকক্ষে অনুষ্ঠিত হয়।

This post has already been read 3874 times!

Check Also

সুনামগঞ্জে বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সমূহের কর্মশালা

মো. জুলফিকার আলী (সিলেট) : বিনা উপকেন্দ্র, সুনামগঞ্জ এর আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, …