শনিবার , ফেব্রুয়ারি ২২ ২০২৫

বরিশালে কৃষি উন্নয়নে ই.কৃষি শীর্ষক কর্মকর্তাদের দু’দিনের প্রশিক্ষণ উদ্বোধন

নাহিদ বিন রফিক (বরিশাল): কৃষি উন্নয়নে ই.কৃষি শীর্ষক উপসহকারি কৃষি কর্মকর্তাদের দু’দিনের প্রশিক্ষণ আজ (বৃহস্পতিবার) বরিশালের এআইএস’র আইসিটিকক্ষে উদ্বোধন করা হয়। কৃষি তথ্য সার্ভিস (এআইএস) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন।

তিনি বলেন, শেখার  কোনো বিকল্প নেই। আমাদের কাজের দক্ষতা বাড়াতে হবে। সে সাথে প্রয়োজন সহজিকরণ। এ জন্য কম্পিউটার জানা জরুরি। বিভিন্ন অ্যপসের মাধ্যমে কৃষি বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। সে কারণেই  ই.কৃষি সম্পর্কে ধারণা থাকা দরকার। এসবের ব্যবহার সম্প্রসারিত করতে হবে। তাহলেই কৃষি আরো এগিয়ে যাবে।

ডিএই বরিশালের উপপরিচালক মো. তাওফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএই ঝালকাঠির উপপরিচালক মো. ফজলুল হক।

কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, বরিশাল সদরের আইসিটি অধিদপ্তরের সহকারি প্রোগ্রামার চৌধুরী মোহাম্মদ শওকত হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানে বরিশাল ও ঝালকাঠির বিভিন্ন উপজেলার  ৩০ জন উপসহকারি কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 3190 times!

Check Also

বরিশালের বাবুগঞ্জে বিনাসরিষা-৯ এবং বিনাসরিষা-১১’র মাঠ দিবস অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে বিনাসরিষা-৯ এবং বিনাসরিষা-১১’র চাষ সম্প্রসারণ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত …