শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪

আমলীতে কৃষি তথ্য বিস্তারে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার

নাহিদ বিন রফিক (বরিশাল): কৃষি রেডিও আয়োজিত কৃষি তথ্য বিস্তারে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার আজ (শনিবার, ৯ জানুয়ারি) বরগুনার আমলীতে অনুষ্ঠিত হয়। আয়োজক প্রতিষ্ঠানের স্টেশন ম্যানেজার মো. ইছা ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি তথ্য সার্ভিসের প্রধান তথ্য অফিসার অঞ্জন কুমার বড়ুয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি তথ্য সার্ভিসের তথ্য অফিসার (শস্য উৎপাদন) মোহাম্মদ মারুফ, তথ্য অফিসার (কৃষি) মোহাম্মদ মঞ্জুর হোসেন এবং উপজেলা কৃষি অফিসার সি. এম. রেজাউল করিম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার অভিজিত কুমার মোদক, মৎস্য অফিসার হালিমা সর্দার, আমতলী সরকারি কলেজের প্রভাষক নজরুল ইসলাম তালুকদার, নজরুল স্মৃতি সংসদের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অফিসার মো. রাসেল, বাংলাদেশ বেতার বরিশালের কৃষি বিষয়ক অনুষ্ঠানের পরিচালক নাহিদ বিন রফিক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. হারুন অর রশিদ এবং সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. জসিম উদ্দিন।

প্রধান অতিথি বলেন, কৃষি রেডিও তথ্য প্রচারের অন্যতম মাধ্যম। তাই সঠিক তথ্য সরবরাহ করে তা প্রচারের ব্যবস্থা করতে হবে। এতে কৃষকের পাশাপাশি অন্যরাও উপকৃত হবেন। কৃষি বিষয়ক তথ্য কৃষকদের দ্বারে পৌঁছানোর জন্য তিনি মিডিয়া কর্মিদের প্রতি আহবান জানান।

সেমিনারে কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃষি রেডিও’র উপস্থাপক মো. সাইদুর রহমানকে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে সম্মাননা স্মারক প্রদান করেন।

This post has already been read 2451 times!

Check Also

মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি ও সুষম সার ব্যবহার বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাবনা সংবাদদাতা: পাবনা’র ভাঙ্গুড়া উপজেলায় মৃত্তিকা সম্পদের যৌক্তিক ও লাভজনক ব্যবহার, মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি …