বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪

বারি মাসকলাই-৩’র উৎপাদন স্থানীয় জাতের চেয়ে অনেক বেশি

নাহিদ বিন রফিক (বরিশাল): বারি মাসকলাই-৩’র উৎপাদন স্থানীয় জাতের চেয়ে অনেক বেশি। রোগবালাই কম হয়। তাই লাভও হয় আশানুরূপ। সে কারণেই চরাঞ্চলে এ জাতের মাসকলাই চাষে রয়েছে যথেষ্ট সম্ভাবনা।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ফরিদপুর সদরের ডিক্রির চরে চরাঞ্চলে বারি মাসকলাই-৩’র আবাদ শীর্ষক কৃষক মাঠদিবসে প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুরের আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ছালেহ উদ্দিন এসব কথা বলেন। মাদারীপুরের আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র উক্ত অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএআরআই ফরিদপুরের সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সেলিম আহমেদ। বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রুহুল কুদ্দুসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা নন্দ দুলাল কুন্ডু, এসও মো. মামুনুর রশিদ প্রমুখ।

বাংলাদেশের তৈলবীজ ও ডাল ফসলের গবেষণা ও উন্নয়ন প্রকল্পের আওতাধীন এ মাঠদিবসে ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ডাল ফসল চাষের মাধ্যমে মানুষের পুষ্টি নিরাপত্তার পাশাপাশি গৃহপালিত প্রাণীর খাদ্যের যোগান দেন। সে সাথে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়।

This post has already been read 5253 times!

Check Also

বারিতে কৃষি যন্ত্রপাতির অংশীজনের সন্নিবদ্ধ কর্মশালা

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং (এফএমপিই) …