বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

দেশ ও জাতিকে সবসময় ভালো কিছু উপহার দিতে চায় নারিশ

ফিড ও বাচ্চার গুণগত মান অক্ষুন্ন রেখে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে চায়| সে লক্ষে¨ নীতি-নৈতিকতা বজায় রেখে সমস্ত নিয়মকানুন মেনে নারিশ তার পণ্য উৎপাদন করে যাচ্ছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে  ইনশাআল্লাহ্। দেশ ও জাতির জন্য সবসময় ভালো কিছু উপহার দিতে চায় নারিশ|

“Toward Excellence”-এই মূলমন্ত্র নিয়ে এবারের Annual Sales Meeting-2021 আগত সেলস্ ও মার্কেটিং বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা বক্তব্যে এমনটাই জানালেন নারিশ তথা খালেদ গ্রুপ এর সম্মানিত পরিচালক জনাব শামসুল আরেফিন খালেদ|

বৃহস্পতিবার (১৪ জানুয়াwর) রাজধানীর হোটেল রিজেন্সিতে অনলাইন জুম প্লাটফরমে যুক্ত হয়ে তিনি বলেন, অন্যদের সম্মান করতে হবে; অন্য সকলের চেয়ে ব্যতিক্রমী কিছু করে কোম্পানীকে শেষ্ঠত্বের শিখরে নিয়ে যেতে হবে| নানা কারণে কোম্পানির প্রবৃদ্ধি কম বা বেশি হতে পারে; তবে ভালো সব সময় ভালই থাকে| সেজন্য নারিশ প ণ্য ও সেবার মান, নীতি-নৈতিকতার ব্যাপারে কখনো আপস করেনি এবং আগামীতেও করবে না|

শামসুল আরেফিন খালেদ বলেন, নারিশ এমন পণ্য উৎপাদন করে যা মুরগি, মাছ ও গরুর জন্য যেমন নিরাপদ তেমনি তা থেকে উৎপাদিত প্রাণিজ প্রোটিনগুলিও সকল শ্রেণীর ভোক্তার জন্য (যেমন- শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত) নিরাপদ এবং স্বাস্থ্যকর| দিন দিন একটি ভালো মানের কোম্পানি হিসেবে নারিশকে প্রতিষ্ঠিত করতে হবে এবং এটি ই আমাদের মূল লক্ষ্য| এজন্য প্রয়োজন সততা, বিশ্বাস, একতা ও টিম ওয়ার্ক এবং এসব কাজগুলি সকলে মিলে মিশে এক হয়ে করতে হবে|

আজকের সবকিছুর অবদান এর সাথে জড়িত কোম্পানির সকল পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীগণ| শামসুল আরেফিন খালেদ বলেন এ কোম্পানীকে শীর্ষে নিয়ে যেতে খামারি থেকে পরিবেশক, সেলস, সার্ভিস ও মার্কেটিং টিমের কর্মকর্তাসহ সকল বিভাগের কর্মকর্তারা অবদান রেখেছেb| ভালো কিছু করার জন্য যখন আমরা কাজ করব তখন প্রবৃদ্ধি আপনা আপনি চলে আসবে| তিনি সবসময় নৈতিক মূল্যবোধ নিয়ে কাজ করার উপর জোর দেন| তিনি আরোও বলেন যে, একটি ইনোভেটিভ ব্র্যান্ড হিসেবে নারিশ আজ পোল্ট্রি সেক্টরে প্রতিষ্ঠিত এবং এটি ধরে রাখতে হবে|

সমাপনী বক্তব্যে নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারী লি. -এর পরিচালক (ফাইন্যান্স এন্ড ইমপোর্ট) জনাব মোঃ রফিকুল ইসলাম বাবু বলেন একটি সুন্দর টিম ওয়ার্কের মাধ্যমে নারিশ আজ দেশের অন্যতম প্রধান কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠানে পরিণত হয়েছে| এ ধারাটিকে অব্যাহত রাখতে আগত সেলস্ টিমের সকলকে বিনীত অনুরোধ জানান| Rbve রফিকুল ইসলাম বাবু বলেন, নারিশের শ্লোগান হচ্ছে “Farmer First” কাজেই খামারিদের ব্যাপারে আমরা সবসময় অগ্রাধিকার দিব| ভোক্তাদেরকে আমরা কি দিচ্ছি; আমাদের কমিটমেন্ট কি? তা সকলের কা‡Q পৌঁছে দিতে হবে| তিনি আগত সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীদিনে সকলের উত্তোরোত্তর সাফল্য কামনা করেন|

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র ডিজিএম (সেলস্ এন্ড মার্কেটিং) জনাব এস.এম.এ. হক| সম্মেলনে আরো বক্তব্য রাখেন কনসালট্যান্ট জনাব এ.ডি.এম নুরুল মোস্তফা কায়ছার, মোঃ ছামিউল আলিম (জিএম, সেলস্ এন্ড মার্কেটিং), ডাঃ মোহাম্মদ মুসা কালিমুল্লাহ (ডিজিএম, সেলস এন্ড সার্ভিস)।

জনাব এ.ডি.এম নুরুল মোস্তফা বলেন, ফিডের গুণগত মান বজায় রাখা সহ মান সম্পন্ন কাঁচামালের জোগান পাওয়া খুব কঠিন ব্যাপার। তারপরও মান সম্পন্ন কাঁচামালের সরবরাহ ব্যবস্থা ঠিক রেখে ফিড উৎপাদন যাতে নিরবিচ্ছন্ন ভাবে সচল রাখা যায়, সে ব্যাপারে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। নারিশের উৎপাদিত পণ্য খামারীরা যাহাতে নির্বিঘেœ এবং কম সময়ে পেতে পারে সেজন্যও সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। তিনি ফিডের মান এর ব্যাপারে বেশ গুরুত্ব দেন, এ ব্যাপারে সকলের সহযোগীতা চান। নারিশ কোয়ালিটির ব্যাপারে কোন আপোষ করে না।

জনাব মো. ছামিউল আলিম বলেন, বর্তমানে নারিশ যে অবস্থানে আছে এখান থেকে গতানুগতিক ধারা অব্যাহত রেখে সামনের দিকে এগিয়ে যেতে হলে আমাদের পণ্যের মান এর সাথে সাথে আমাদের সার্ভিস এর মান বাড়িয়ে দিতে হবে। খামারি ভাইদেরকে ব্যবসায়িক ভাবে লাভবান করে গড়ে তোলার জন্য কাজ করতে হবে। খামার ব্যবস্থাপনা ও স্বাস্থ গত সমস্যা বিষয়ে সঠিক পরামর্শ প্রদান করে খামারীভাইদের সন্তুস্টি অর্জন করতে হবে। নারিশের মূল শক্তির অন্যতম শক্তিই খামারি ভাইদের আস্থা ও ভালবাসা। খামারী ভাইরা সেবার জন্য আবেদন করলে তা ২৪ ঘন্টার মধ্যে সেবা নিশ্চিত করতে হবে। খামারী ভাইয়েরা যাতে করে স্বল্প খরচে এন্টিবায়োটিক মুক্ত পণ্য উৎপাদন করতে পারে সে ব্যাপারে বাস্তব ভিত্তিক প্রশিক্ষন দিয়ে গড়ে তুলতে হবে। ভোক্তা পর্যায়ে সেই পন্য আঞ্চলিক পর্যায়ে বিক্রয় ব্যবস্থা চালু করে সর্বোচ্চ মুনাফা নিশ্চিত করতে হবে।

সিনিয়র ডিজিএম (সেলস্ এন্ড মার্কেটিং) জনাব এস.এম.এ. হক বলেন, Covid-19 এ আক্রান্ত হওয়ার ঝুকি থাকা স্বত্ত্বেও উপরোক্ত সমস্যা তথা বাধাগুলি দৃঢ়তার সাথে মোকাবেলা করে আমাদের নারিশ টিম ২০২০ইং সালে নারিশের ইতিহাসে সর্বোচ্চ বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ্ এবং ভবিষ্যতেও এই সাফল্যের অগ্রযাত্রা অব্যহত থাকবে ইনশাআল্লাহ।

ডিজিএম ডা. মোহাম্মদ মূসা কvলিমুল্লাহ বলেন, গ্রামীণ মানুষের জীবনযাত্রার উন্নতি করতে এবং গ্রাহকদের স্বার্থে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছে| নিরাপদ পোল্ট্রি, ডিম, দুধ ও মাছ উৎপাদনের উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে কৃষি সেক্টরে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারি লি:| আগামীতে নতুনভাবে, নব উদ্দীপনায় আর নবধারা নিয়ে কাস্টমারদের আরো নিকটে থেকে সেবা প্রদান করে যাবে নারিশ|

Annual Sales Meeting-2021– এ কোম্পানীর অন্যান্য বিভাগের উর্ধতন কর্মকর্তারা এবং মাঠ পর্যায়ের weµq বিপনণ বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

-সংবাদ বিজ্ঞপ্তি

This post has already been read 4473 times!

Check Also

SAU Hosts Intern Orientation Program in collaboration with Square Agrovet

SAU Correspondent: Sher-E-Bangla Agriculture University (SAU) held the Intern Orientation Program 2023 for students entering …