আসাদুল্লাহ (সিলেট) : ২০২০-২০২১ অর্থ বছরে রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয় চাষাবাদে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপনের উদ্বোধন ও মাঠ দিবস রবিবার (৩১ জানুয়ারি) হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ মো. তমিজ উদ্দিন খাঁন, উপপরিচালক, ডিএই, হবিগঞ্জ। উপজেলার উবাহাটা ইউনিয়নের হুড়ারকুল গ্রামে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রধাণ অথিতি বলেন, আধুনিক ও যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের ব্যয় সাশ্রয় হওয়ার পাশাপাশি উৎপাদন বৃদ্ধি পাবে। তাই এ প্রযুক্তি কৃষকের মধ্যে ছড়িয়ে দিতে হবে। কৃষির বহুমূখীকরণে সকলকে এগিয়ে আসতে হবে।
মুজিব বর্ষের অঙ্গীকার কৃষি হবে দূর্বার এ শ্লোগানে উপজেলা কৃষি পূর্নবাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ¦ আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব লুৎফুর রহমান মহালদার। এসময় উপস্থিত ছিলেন কৃষি বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মো. জালাল উদ্দিন সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা, চুনারুঘাট, হবিগঞ্জ।