শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪

পশুখাদ্যে ক্যাটাগরি-২ লাইসেন্স পেতে আহ্কাব ও ফিআব সদস্যপদ বাধ্যতামূলক নয়!

নিজস্ব প্রতিবেদক:  দেশের পশুখাদ্য (ফিড) এবং এসব তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ আমদানিকারক, রপ্তানিকারক, বাজারজাতকারকদের এখন থেকে ক্যাটাগরি-২ লাইসেন্স -এর জন্য প্রাণিস্বাস্থ্য সেবা খাতে জড়িত ব্যবসায়ীদের সংগঠণ এনিমেল হেলথ্ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (আহ্কাব) এবং ফিডমিল ব্যবসায়ীদের সংগঠন ফিড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন বাংলাদেশ (ফিআব) সদস্য হওয়া বাধ্যতামূলক নয়।

উক্ত বিষয়ে বুধবার (৩ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব ডা. অমিতাভ চক্রবর্তী স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, পশু খাদ্য আমদানি, রপ্তানি, সংরক্ষণ, বাজারজাতকারক (ক্যাটাগরি-২) নিবন্ধন প্রদানের ক্ষেত্রে মৎস্য ও পশু খাদ্য আইন-২০১০ এবং পশুখাদ্য বিধিমালা-২০১৩ মোতাবেক এনিমেল হেলথ্ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (আহ্কাব) এবং ফিডমিল ব্যবসায়ীদের সংগঠন ফিড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন বাংলাদেশ (ফিআব) সদস্য হওয়া বাধ্যতামূলক করণের অবকাশ নেই।

সার্কুলারটি পেতে এখানে ক্লিক করুন: catagory-2 circular

This post has already been read 6097 times!

Check Also

নরওয়ের সাথে সরাসরি নৌযোগাযোগ স্থাপনের আহ্বান নৌপরিবহন উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: নরওয়ের সাথে বাংলাদেশের সরাসরি নৌযোগাযোগ স্থাপনের আহ্বান জানিয়েছেন নৌপরিবহন এবং বস্ত্র ও পাট …