Friday , March 28 2025

সিডার বাংলাদেশ লি. -এর এমডি ই‌ঞ্জি‌নিয়ার মো. শ‌ফিকুল ইসলাম আর নেই

ই‌ঞ্জি‌নিয়ার মো. শ‌ফিকুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক: দেশের পোল‌ট্রি, মৎস্য ও প্রা‌ণিসম্পদ স্বাস্থ্যসেবা খা‌তের প্রবীন এবং অত্যন্ত সুপ‌রি‌চিত ব্যা‌ক্তিত্ব সিডার বাংলাদেশ লিমিটেড -এর ব্যবস্থাপনা প‌রিচালক ই‌ঞ্জি‌নিয়ার মো. শ‌ফিকুল ইসলাম আর নেই। আজ শ‌নিবার (৬ ফেব্রুয়া‌রি) বিকাল ৩:৪৫ মি‌নি‌টে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চি‌কিৎসাধীন অবস্থায় তি‌নি ই‌ন্তেকাল ক‌রেন (ইন্না‌লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রজেউন)। মৃত্যুকা‌লে তাঁর বয়স হ‌য়ে‌ছিল ৭৩ বছর। তি‌নি গেল বছর অক্টোবর মাসে করোনা আক্রান্ত হন এবং সুস্থ হয়ে বাসায় অবস্থান কর‌ছি‌লেন। এরপর গত সপ্তা‌হে তি‌নি স্ট্রোক ক‌রেন এবং তা‌কে রাজধানী ইউনাইটেড হাসপাতা‌লে ভ‌র্তি রাখা হয়। সেখা‌নেই তি‌নি মৃত্যুবরন করেন।

রাজধানীর বা‌রিধারা মস‌জি‌দে এশার নামাজের পর মরহু‌মের জানাযা অনুষ্ঠিত হবে। এরপর তা‌কে বনানী কবরস্থানে সমা‌হিত করা হবে।

তি‌নি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, না‌তি না‌তনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গে‌ছেন। জনাব শ‌ফিকুল ইসলামের মৃত্যুতে সেক্টরে শোকের ছায়া নেমে এসেছে।

ই‌ঞ্জি‌নিয়ার মো. শ‌ফিকুল ইসলাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ব‌বিদ্যালয় থেকে মেকা‌নিক্যাল ডিগ্রী অর্জন করেন। প্রা‌ণি স্বাস্থ্য সেবা খা‌তের ব্যবসা ছাড়াও তি‌নি সিলভার হাউ‌জিং এর ব্যবস্থাপনা প‌রিচালক ছিলেন।

This post has already been read 3114 times!

Check Also

ভোক্তার অধিকার আদায়ে সর্বস্তরে অসাধু ব্যবসায়ী ও ভেজালকারীদের সামাজিকভাবে প্রতিহত করার বিকল্প নাই

চট্টগ্রাম সংবাদদাতা: কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চকবাজার থানার উদ্যোগে “নিরাপদ ইফতারী ও রমজান করনীয়” …