নিজস্ব প্রতিবেদক: করোনার টিকা গ্রহণ করেছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক, এমপি । আজ (৭ ফেব্রুয়ারি) রবিবার সকালে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে মন্ত্রী করোনার এ টিকা গ্রহণ করেন।
টিকা গ্রহণ শেষে মন্ত্রী জানান তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং কোন পার্শ্বপ্রতিক্রিয়া বোধ করছেন না। তিনি সবাইকে নির্ভয়ে টিকা গ্রহণের আহ্বান জানান।
এছাড়া, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: মেসবাহুল ইসলাম আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার টিকা গ্রহণ করেছেন।