নাহিদ বিন রফিক (বরিশাল): ভাসমান কৃষির আধুনিক প্রযুক্তির ওপর কৃষক মাঠদিবস শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বরিশালের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্প আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাশ। তিনি বলেন, পরিবর্তিত জলবায়ুর সাথে খাপ খাওয়াতে ভাসমান কৃষি একটি উপযোগী প্রযুক্তি। এখানে উন্নত বীজ ব্যবহারের মাধ্যেমে অধিক ফসল উৎপাদন সম্ভব। তাই সনাতন পদ্ধতির স্থলে আধুনিক চাষাবাদ অনুসরণ করা দরকার। এতে কৃষকরা লাভবান হবেন। পাশাপাশি দেশের পুষ্টিচাহিদা পূরণেও হবে সহায়ক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএআরআই’র পরিচালক ড. মো. কামরুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন এবং কৃষি মন্ত্রণালয়ের উপসচিব আবুল বাশার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম।
বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দিন, প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার, উজিপুরের কৃষক মো. শামিম হোসেন, নেছারাবাদের কৃষক মো. রফিকুল ইসলাম, আগৈলঝাড়ার কৃষক মো. তফাজ্জেল হক প্রমুখ।
অনুষ্ঠানে বিএআরআই’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া, পিএসও ড. মো. আলিমুর রহমান, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা খলিফা শাহ আলম, আরএআরএস’র ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, এসও মো. মাহবুবুর রহমান, শর্মিলা দাস সেতু, স্মৃতি হাসনা, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। মাঠদিবসে ৮০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।