রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

ইব্রাটাস ট্রেডিং ও আস্থা ফিডের “Annual Business Planning 2021” অনুষ্ঠিত

এগ্রিনিউজ২৪.কম: সারাবছর শুধু কাজ নয়, কাজের জন্য দরকার চিত্ত বা মনকে বিনোদন। সঠিক উদ্দেশ্য থাকলে আনন্দ বিনোদনের মাধ্যমেও ব্যবসায়িক পরিকল্পনা করা যায়।  তাইতো কর্মীদের একটু স্বস্তি ও বিনোদন দেয়ার জন্য দেশের পোলট্রি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের কাঁচামাল সরবরাহকারী স্বনামধন্য কোম্পানি ‘ইব্রাটাস ট্রেডিং কোম্পানি’ উদীয়মান কোম্পানী আস্থা ফিড ইন্ডাস্ট্রিস লিমিটেড” ব্যবস্থা করেছে অনেকটা বনভোজনের আদলে “Annual Business Planning 2021” বা বার্ষিক ব্যবসায়িক পরিকল্পনা-২০২১। শনিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার অদূরে গাজীপুরস্থ ছুটি রিসোর্টে তারা আনন্দ আয়োজনের মাধ্যমে আগামী দিনের ব্যবসায়িক পরিকল্পনা অনুষ্ঠান  করেন। ৷ “Annual Business

এ উপলক্ষ্যে কোম্পানির কর্মকর্তাগণ ওইদিন সকালে আস্থা ফিড ইন্ডাস্ট্রিস লিমিটেড এবং ইব্রাটাস ট্রেডিং কোম্পানির সকল কর্মকর্তা কর্মচারীগণ একত্রিত হয়ে যাত্রা শুরু করেন৷  ছুটি রিসোর্ট পৌঁছে সকলে এক সাথে সকাল এর নাস্তা করেন৷ নাস্তা শেষে “আনোয়ারা বেগম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট” ম্যাচ হয়৷ টূর্নামেন্টটি চারটি দলে বিভক্ত হয়ে খেলা শুরু করে যার মধ্যে বিজয়ী হয় আস্থা ফিড ইন্ডাস্ট্রিস লিমিটেড এর “ইস্টার্ন ফাইটার” টীম এবং ইব্রাটাস ট্রেডিং কোম্পানির “ঢাকা আনবিটেবল” হয় রানার্স-আপ টীম৷

এছাড়াও অনুষ্ঠানে আরো অনেক আকর্ষণীয় খেলা ছিল যেমন- মিউজিক্যাল চেয়ার, বাস্কেট বল, দৌড়, রিং টার্গেট শট প্রতিযোগিতা ইত্যাদি৷ দুপুরের মধ্যাহ্নভোজ এর পর কোম্পানির ব্যবস্থাপনা দল এবং কর্মচারীগণ “Annual Business Planning 2021” এর জন্য সভায় একত্রিত হন৷

সভায় স্বাগত বক্তব্য রাখেন আস্থা ফিড ইন্ডাস্ট্রিস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা এম এ মালেক৷ আরো বক্তব্য রাখেন পরিচালক সালাহ উদ্দিন এবং সাইফুল ইসলাম বাবু৷ এছাড়াও বক্তব্য রাখেন কর্ণফুলী ফিস প্রোডাক্ট এর স্বত্বাধিকারী মো. সেলিম চৌধুরী৷

আস্থা ফিড ইন্ডাস্ট্রিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ইব্রাটাস ট্রেডিং কোম্পানির পরিচালক মো. গিয়াস উদ্দিন খান উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহব্যাঞ্জক বক্তব্য রাখেন। তিনি বলেন, আস্থা ফিডের সবাই আমরা একটি পরিবার। কোম্পানিটি খুব অল্প সময়ে দেশের ফিড শিল্পে ভালো অবস্থানের পেছনে আপনাদের সবার অবদান রয়েছে। আমরা যদি সবাই, সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে কাজ করি তবে আমরা সবাই অর্থাৎ আস্থা পরিবার ভালো থাকবে।

২০২১ এর ব্যবসায়িক পথ নির্দেশনা দেন আস্থা ফিড ইন্ডাস্ট্রিস লিমিটেডের চেয়ারম্যান এবং ইব্রাটাস ট্রেডিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন চৌধুরী ৷ তিনি আস্থা ফিড ইন্ডাস্ট্রিস লিমিটেড এবং ইব্রাটাস ট্রেডিং কোম্পানি সহ অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠান সমূহের ২০২১ এবং ২০২২ সালের মিশন এবং ভিশন তুলে ধরেন৷

মোশারফ হোসেন চৌধুরী, আমরা গতানুগতিক চিন্তাভাবনার বাইরে কাজ করতে চাই। শুধুমাত্র ব্যবসায়িক মুনাফা নয়, দেশের প্রাণিজ আমিষ শিল্প এবং খামারিদের উন্নয়নের জন্য আমরা কাজ করতে চাই। সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই এটিই সম্ভব।

সারাদিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা, সভা, লটারির মধ্যে এবং সর্বশেষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সুষ্ঠ এবং সুন্দরভাবে আয়োজনটি সম্পন্ন হয়।

This post has already been read 5091 times!

Check Also

দি ভেট এক্সিকিউটিভ এর পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন

এগ্রিনিউজ২৪.কম : গত (১৮ সেপ্টেম্বর) বিকালে নব গঠিত The Vet Executive এর কার্যকরী কমিটির পক্ষ …