বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

নীলফামারীর কিশোরগঞ্জে বিনামূল্য কৃষি যন্ত্রপাতি বিতরণ

বিধান চন্দ্র রায় (নীলফামারী) : কৃষিকে সমৃদ্ধকরণের লক্ষ্য মুজিব মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নীলফামারীর কিশোরগঞ্জে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের মাধ্যমে ৮১টি গ্রুপ ভূক্ত কৃষকদের মাঝে ৫১টি ধান মাড়াই যন্ত্রপাতিসহ অন্যান্য কৃষি যন্ত্রপাতি বিনামূল্য বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী ৪ আসনের সাংসদ সদস্য আহসান আদেলুর রহমান (আদেল)।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ আবুল কালাম বারী (পাইলট),রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) রাশেদুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান,ওসি আব্দুল আউয়াল,ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, কৃষি গ্রুপের নেতৃবৃন্দসহ আরো অনেকে।

This post has already been read 4151 times!

Check Also

জৈব পদার্থ মাটির হার্ট- বরিশালে বিনার মহাপরিচালক

নাহিদ বিন রফিক (বরিশাল): বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মো. আবুল কালাম …