Friday , March 28 2025

ঘাটতি কমাতে গ্রীষ্মকালীন পেয়াজ ফলাতে হবে

মাগুরা: ‘দেশে বর্তমানে প্রায় ২৫ শতাংশ পেয়াজের উৎপাদন ঘাটতি রয়েছে। এই উৎপাদন ঘাটতি কমাতে হলে গ্রীষ্মকালীন পেয়াজ ফলাতে হবে। এছাড়াও, পেয়াজসহ অন্যান্য মসলা আবাদের ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ও উন্নতজাতের ব্যবহার একইভাবে বাড়ানো জরুরি।’

বাংলাদেশ মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদারকরণ প্রকল্পের আওতায় মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের আয়োজনে আজ শুক্রবার দিনব্যাপী বিনা উপকেন্দ্র মিলনায়তনে গবেষণা, সম্প্রসারণ ও কৃষক সমন্বয়ে জাতীয় ফসলের প্রযুক্তি হস্তান্তর বিষয়ে কর্মশালায় উপস্থিত বক্তারা এসব কথা বলেন।

কৃষি গবেষণা ইউস্টিটিউটের মহাপরিচালক ড. মোহাম্মদ নাজিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আব্দুর রৌফ। এই সময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক, পরিকল্পনা ও মুল্যায়ন উইং ড. মুহাম্মদ কামরুল হাসান, পরিচালক (কৃষি তথ্য সার্ভিস) কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবর্তী, ডিএই যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক  মো. জাহিদুল ইসলাম, মাগুরা আঞ্চলিক কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ মনিরুজ্জামান। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. শৈলেন্দ্র নাথ মজুমদার। কর্মশালায় বারি বিজ্ঞানী বৃন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক গন এবং মসলা জাতীয় ফসলের উৎপাদনকারী কৃষক কৃষাণি বৃন্দ উপস্থিত ছিলেন।

This post has already been read 5062 times!

Check Also

সিলেটে অনাবাদি জমিতে পুষ্টি বাগান স্থাপন প্রকল্প নিয়ে সেমিনার অনুষ্ঠিত

মো.জুলফিকার আলী (সিলেট) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের আয়োজনে এবং ২০২৪-২৫ অর্থবছরের “অনাবাদি পতিত …