রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

জাতির পিতার সমাধি সৌধে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির শ্রদ্ধা

সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় সোমবার (১ মার্চ) দুপুর ২ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি শ্রদ্ধা জানিয়ে সমাধি সৌধে পুস্পস্তবক অর্পন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি’র সভাপতি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনস লি. -এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান  সাজ্জাদুল হাসান, সমিতি’র সহ-সভাপতি ‍মো. মেসবাহুল ইসলাম, সিনিয়র সচিব, কৃষি মন্ত্রণালয় এবং  সারোয়ার মাহমুদ, সাবেক মহাপরিচালক, খাদ্য অধিদপ্তর,  সমিতি’র মহাসচিব প্রফেসর ড. মোহাম্মদ মিজানুল হক কাজল, যুগ্ম-সম্পাদক মিটুল কুমার সাহা, সাংগাঠনিক সম্পাদক ড. মো. গোলাম ফারুক, কোষাধ্যক্ষ মো. আবুল মুনছুর, আন্তর্জাতিক সম্পাদক ড. মো. সাইদুর রহমান, গবেষণা সম্পাদক ড. মো. কামরুল হাসান, মহিলা বিষয়ক সম্পাদক ড. ফওজিয়া ইয়াসমিন, প্রচার সম্পাদক কামরুল হাসান (তুহিন), দপ্তর সম্পাদক গোবিন্দ কুমার ঘোষ, প্রকাশনা সম্পাদক আফরোজা রহমান, সমিতি’র সদস্য ড. এ.এইচ.এম মনিরুল হক নাকভি, মো. আহসানুজ্জামান লিন্টু, ড. মো. মজিবুল হক চুন্নু, মো. আনোয়ারুল ইসলাম সিকদার এনডিসি, মো. সামিউল হক (টুটুল), প্রফেসর ড. এম. কামরুজ্জামান, ফাইজুল ইসলাম সহ সমিতি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সংবাদ বিজ্ঞপ্তি

This post has already been read 3775 times!

Check Also

ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ

ময়মনসিংহ সংবাদদাতা: উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের …