রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

আহকাব এর দুই বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: পোল্ট্রিসহ প্রাণীজ স্বাস্থ্য ও পুষ্টি পণ্য উৎপাদনকারি, আমদানিকারক ও বাজারজাতকারি প্রতিষ্ঠান সমূহের একমাত্র বাণিজ্যিক সংগঠন (Animal Health Companies Association of Bangladesh (AHCAB – রেজিঃ নং- টি ৫৪০/২০০৩ এর ১৫ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা পদের নির্বাচন বৃহস্পতিবার (১৮ মার্চ) আহকাব এর বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) সংগঠনটির মহাসচিব ডা. এম কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠানোর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে সভাপতি পদে পুনঃনির্বাচিত হন . ডা. এম নজরুল নজরুল ইসলাম (ব্যবস্থাপনা পরিচালক, এ্যাডভান্স বায়ো প্রডাক্টস লিমিটেড)- এবং মহাসচিব পদে নির্বাচিত হন মোহাম্মদ আফতাব আলম (ব্যবস্থাপনা পরিচালক, ইমপেক্স মার্কেটিং লিমিটেড)।

১৫ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদি (২০২১-২০২৩) আহকাব নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ।

একই তারিখে পোর্ট-ফোলিও এর ৬ জন সদস্য নির্বাচিত হন। এতে  সহ-সভাপতি পদে মো. শাহেদ উল্লাহ  (প্রোপ্রাইটর, নিউটেক এ্যানিমেল হেলথ), যুগ্মসচিব পদে  মোশারফ হোসেন চৌধুরী  (প্রোপ্রাইটর, ইব্রাতাস ট্রেডিং কোম্পানী), কোষাধ্যক্ষ পদে  মো. আনোয়ার হোসেন (পরিচালক, সেঞ্চুরী এগ্রো লিমিটেড)  এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. মাহবুবুর রহমান (প্রোপ্রাইটর, কর্ডিয়াল ইন্টারন্যাশানাল) নির্বাচিত হন।

এছাড়াও কার্যনির্বাহী কমিটির নির্বাচিত ৯ জন সদস্য হলেন-  একেএম আলমগীর (ব্যবস্থাপনা পরিচালক, বেঙ্গল ওভারসীজ লিমিটেড), সায়েম উল হক  (চেয়ারম্যান, নভিভো হেল্থ কেয়ার লিমিটেড), মো. মোসলেহ উদ্দিন (পরিচালক, প্লানেট ফার্মা লিমিটেড), মোহাম্মদ আতিয়ার রহমান (ব্যবস্থাপনা পরিচালক, এ আর এ্যানিমেল হেল্থ লিমিটেড),  মো. সায়েদুল হক খান (প্রোপ্রাইটর, খান এগ্রো ফিড প্রডাক্টস),  হুমায়ুন আহমেদ  (প্রোপ্রাইটর, মনেরেখো এগ্রো), ডা. খন্দকার মোহাম্মদ মাহমুদ হোসেন (প্রোপ্রাইটর, এরিনা এগ্রো), মোহাম্মদ খোরশেদ আলম (ব্যবস্থাপনা পরিচালক, ওরিয়েন্টাল ফার্মা এগ্রোভেটস লিমিটেড) এবং ডা. মো. মোজাম্মেল হক খান (প্রোপ্রাইটর, এম এইচ কে এগ্রো)।

This post has already been read 3901 times!

Check Also

দি ভেট এক্সিকিউটিভ এর পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন

এগ্রিনিউজ২৪.কম : গত (১৮ সেপ্টেম্বর) বিকালে নব গঠিত The Vet Executive এর কার্যকরী কমিটির পক্ষ …