Tuesday , April 22 2025

গলায় জ্যান্ত কৈ মাছ আটকে চাঁদপুরে একজনের মৃত্যু!

প্রতীকি ছবি।

মাহফুজুর রহমান (চাঁদপুর প্রতিনিধি) : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় গলায় কৈ মাছ আটকে শিমুল (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে।শুক্রবার বিকেলে উপজেলার পৌর এলাকার এনায়েতপুর গ্রামের বজেন্দ্র ডাক্তারের বাড়িতে মর্মান্তিক এ ঘটনা ঘটে। শিমুল ওই বাড়ির বিরেন্দ্রের ছেলে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সের স্বাস্ব্য কর্মকর্তা ডা. শোয়েব আহম্মদ চিশতী ঘটনাটি নিশ্চিত করে জানান, ‘হাজীগঞ্জ পৌর এলাকার এনায়েতপুরের বাসিন্দা শিমুল (৪০)কৈ মাছ ধরতে তাদের পুকুরে নামে। একটি কৈ মাছ ধরে মুখে কামড় দিয়ে রাখে। আর একটি মাছ পায়ের নীচে অনুভব করলে সে- ই মাছটি ধরতে গেলেই মুখের মাছটি গলায় গিয়ে আটকা পড়ে। পরে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে নিয়ে আসে।

অবস্থার অবনতি হলে কর্তব্যরত তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে পথিমধ্যেই শিমুলের মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, শিমুল স্থানীয় ধোপাল্লা বাজারে সেলুনে কাজ করতো। তার এক ছেলে প্রবাসে থাকে। সে দুই সন্তানের জনক।

This post has already been read 3775 times!

Check Also

চৈত্র সংক্রান্তি আমাদের প্রাণ-প্রকৃতি রক্ষার শিক্ষা দেয়- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, চৈত্র …