শনিবার , ফেব্রুয়ারি ২২ ২০২৫

কক্সবাজারে নারিশের কাস্টমার সার্ভিস ল্যাব উদ্বোধন

দেশের পোলট্রি, মৎস্য ও প্রাণিজ আমিষ খাতের শীর্ষস্থানীয় কোম্পানি নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেড এর  ৫ম কাস্টমার সার্ভিস ল্যাব বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকতের জেলা কক্সবাজারে গত ২৫ মার্চ তারিখে উদ্বোধন করা হয়েছে। জানা যায়, নারিশের সেবা খামারীদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যেই উক্ত অত্যাধুনিক ল্যাবাটি চালু করা হয়েছে। খামারিরা এখান থেকে বিনা খরচে সব ধরনের সেবা গ্রহণ করতে পারবেন।

ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেড এর জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. ছামিউল আলিম, সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার মো. এস.এম.এ. হক, ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস্ অ্যান্ড সার্ভিস) ডা. মোহাম্মদ মুসা কালিমুল্লাহ এবং অন্যান্য কর্মকর্তাগণ এবং স্থানীয় পরিবেশক ও খামারিগণ।

-সংবাদ বিজ্ঞপ্তি

This post has already been read 3861 times!

Check Also

নবনিযুক্ত ডিএলএস ডিজির সাথে এগ্রো প্রফেশনালস অফ বাংলাদেশ নেতৃবৃন্দের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক ড. মো: আবু সুফিয়ান- এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন …