সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪

বরিশালে মাল্টা ও ড্রাগন বাগানে মিষ্টি কুমড়ার উৎপাদনশীলতা বিষয়ক মাঠদিবস

নাহিদ বিন রফিক (বরিশাল): আন্তঃফসল হিসেবে মাল্টা ও ড্রাগন বাগানে বারি হাইব্রিড মিষ্টি কুমড়া-১’র উৎপাদনশীলতা শীর্ষক কৃষক মাঠদিবস ২৮ মার্চ  বরিশালের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে (আরএআরএস) অনুষ্ঠিত হয়। আরএআরএস’র আয়োজনে এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফিউদ্দিন। তিনি বলেন, জমিতে যত বেশি ফসল ফলানো যাবে, কৃষকরা তত লাভবান হবেন। এর অংশ হিসেবে আন্তঃফসল অনন্য উদহারণ। এতে শস্যঝুঁকি হ্রাস পায়। এর মাধ্যমে এক ফসলের ক্ষতি অন্য ফসল দিয়ে পুষিয়ে নেয়া সম্ভব। তাই ফসল উৎপাদনে ক্ষতির আশঙ্কা কম থাকে।

অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন উদ্যানতাত্তি¡ক ফসলের গবেষণা জোরদারকরণ এবং চর এলাকায় উদ্যান ও মাঠফসলের প্রযুক্তি বিস্তার প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. আবু তাহের মাসুদ। আরএআরএস’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাসমান প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা  ড. মো. আলিমুর রহমান।

বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরএআরএস’র ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনওয়ারুল মোনিম, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান, এসও শর্মীলা দাস সেতু, স্মৃতি হাসনা এবং কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বরিশাল সদর, বাবুগঞ্জ এবং উজিরপুরের  ১০০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।

This post has already been read 2983 times!

Check Also

সুনামগঞ্জে বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সমূহের কর্মশালা

মো. জুলফিকার আলী (সিলেট) : বিনা উপকেন্দ্র, সুনামগঞ্জ এর আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, …