রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে গাউসিয়া কমিটির ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ, খিলগাঁও থানা, ঢাকার ব্যবস্থাপনায় গত ২৭ মার্চ, প্রভাতী সংসদ, প্রভাতীবাগ, খিলগাঁও ঢাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচী ও মাদকের কুফল সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় গাউসিয়া কমিটি, ঢাকা, বাংলাদেশের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ, এলাকার বিভিন্ন মসজিদের সম্মানিত খতিবগণ, তাহেরিয়া সুন্নিয়া কমপ্লেক্সেও নেতৃবৃন্দ। আলোচনার শুরুতে বাংলাদেশের সাধীনতার স্থপতি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দ গাউসিয়া কমিটি বাংলাদেশ, খিলগাঁও থানার বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন, এই ধরনের কর্মকান্ড পরিচালনা করার জন্য অন্যান্য ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতি আহ্বান জানানো হয়।

সবশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার পরিজন সহ মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

-সংবাদ বিজ্ঞপ্তি

This post has already been read 3571 times!

Check Also

ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ

ময়মনসিংহ সংবাদদাতা: উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের …