রবিবার , জানুয়ারি ১৯ ২০২৫

চাঁদপুরে মিললো মানব আকৃতির বিশাল আলু

মাহফুজুর রহমান (চাঁদপুর প্রতিনিধি) : গত কয়েক মাস আগে বাজার থেকে কিছু মিষ্টি আলু কিনে আনেন সামসুজ্জামান মুন্সী। আলু খেয়ে আলুর খোলস ও মুখের অংশ কেটে ঘরের পাশের বালুর স্তুপে ফেলে দেন তিনি।

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার রান্ধুনীমুড়া মুন্সী বাড়িতে সেই বালুর স্তুপ থেকে আলু তোলতে গিয়ে ঘটে গেলো এক এলাহী কাণ্ড। প্রায় পাঁচ হাত জায়গা খুঁড়ে পাওয়া গেলো মানুষের মতো আকৃতির বিশাল এক আলু। মানুষের আকৃতির প্রায় ৫ কেজি ওজনের এই আলুটি দেখতে এলাকার মানুষ ভিড় জমিয়েছেন সেই বাড়িতে।

সামসুজ্জামান জানায়, ‘বাজার থেকে আলু কিনে আলুর কাঁটা অংশ বাড়ির পাশে বালির স্তুপে ফেলে দেন তারা। পরে ধীরে ধীরে ওই স্তূপ থেকে আলু গাছ উঠতে শুরু করে। এভাবে অনেকগুলো গাছ হলে সে থেকে শাক তুলে রান্না করা হতো।  পরে মাটি খুঁড়েই এই আলুর সন্ধান পাই। এমন আলু আমি আগে কখনো দেখিনি, মানুষও খুব আগ্রহের সাথে আসছে এবং দেখছে এতে আমি আনন্দিত।

This post has already been read 3805 times!

Check Also

রাজশাহীতে অনুষ্ঠিত হলো মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ

রাজশাহী সংবাদদাতা: “মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প” ২০২৪-২৫ অর্থ বছরের …