রবিবার , নভেম্বর ১৭ ২০২৪

সবাইকে কোভিড টিকার কোর্স সম্পন্ন করতে খাদ্যমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক: সবাইকে কোভিড-১৯ টিকার কোর্স সম্পন্ন করতে আহবান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ শনিবার (১০ এপ্রিল) রাজধানীর শ্যামলীতে ২৫০বেড টিবি হাসপাতালে কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ শেষে এ আহ্বান জানান তিনি। টিকা গ্রহণ শেষে তিনি কিছু সময় অপেক্ষা করেন। এসময় তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন এবং কোন পরিবর্তন অনুভব করছেন না বলে জানান।

তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভ্যাকসিন নিন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন; সর্বোপরি জাতিকে সুস্থ রাখতে সাহায্য করুন। কোন অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না। কোভিড টিকার কোর্স সম্পন্ন করার পাশাপাশি  স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে; বাইরে গেলে সবাইকে অবশ্যই  মাস্ক পরিধান করতে হবে এবং সামাজিক দুরত্ব মেনে চলতে হবে, বলেন মন্ত্রী।

দ্রুততম সময়ের মধ্যে দেশের জনগণের জন্য করোনা ভ্যাকসিনের ব্যবস্থা করায় এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি একই হাসপাতালে কোভিড টিকার ১ম ডোজ গ্রহণ করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

This post has already been read 3662 times!

Check Also

ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) এর বিক্ষোভ সমাবেশ

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামলীগের বিদায়ের তিন মাস অতিক্রান্ত হলেও প্রাণিসম্পদ অধিদপ্তরে …