রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

রাজধানীর যে ১৬টি স্থানে পাবেন ফরমালিন মুক্ত সামুদ্রিক ও মিঠা পানির সতেজ মাছ

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিদ্যমান করোনা পরিস্থিতি মোকাবেলা ও পবিত্র মাহে রমজান উপলক্ষে নাগরিকদের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে ঢাকা শহরের ১৬টি স্থানে ফরমালিন মুক্ত সামুদ্রিক ও মিঠা পানির সতেজ মাছ ৮টি ভ্রাম্যমান ফিসভ্যান এর মাধ্যমে নিয়মিত সুলভ মূল্যে বিক্রয় করছে।

ঢাকা শহরে ১৬টি স্থানে ভ্রাম্যমান মাছ বিক্রয়ের এলাকা ও সময় নিম্নরুপ:

০১। ইস্কাটন লেডিস ক্লাব সংলগ্ন (সময়: ০৯:০০-১২:০০)

০২। মিরপুর ডিওএইচএস (সময়: ০৯:০০-১২:০০)

০৩। মহাখালী ডিওএইচএস (সময়: ০৯:০০-১৩:০০)

০৪। ধানমন্ডি (সময়: ০৯:০০-১২:৩০)

০৫। গুলশান (সময়: ০৯:০০-১২:০০)

০৬। বনানী ডিওএইচএস (সময়: ০৯:০০-১২:০০)

০৭। কৃষকের বাজার সেচ ভবন (সময়: ০৯:০০-১১:০০)

০৮। শংকর (সময়: ০৯:০০-১১:০০)

০৯। সচিবালয় গেট (সময়: ১২:৩০-১৫:০০)

১০। আজিমপুর কলোনি (সময়: ১৩:০০-১৫:০০)

১১। সেগুনবাগিচা (দুদক অফিসের সামনে) (সময়: ১২:৩০-১৩:৩০)

১২। এজিবি কলোনি, মতিঝিল (সময়: ১৪:০০-১৫:০০)

১৩। মিরপুর ডিওএইচএস (নতুন ভবন) (সময়: ১২:৩০-১৫:০০)

১৪। মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতাল সংলগ্ন (সময়: ১৪:০০-১৫:০০)

১৫। ধানমন্ডি-২৮ (সময়: ১১:৩০-১৩:৩০)

১৬। বারিধারা (সময়: ১৪:০০-১৭:০০)

কর্পোরেশনের অবতরণ কেন্দ্রসমূহে অবতরণকৃত মাছ সংগ্রহ করে ভ্রাম্যমান ফিসভ্যানগুলোর মাধ্যমে সম্পূর্ণ ফরমালিনমুক্ত মাছ বিক্রয় করা হয় এবং এতে ফরমালিন টেস্টের ব্যবস্থাও রয়েছে।

প্রয়োজনে : ০১৭৯৬-১৬৫৭৯৪ ও ০১৭৫৭-১৭০৮৭০

This post has already been read 3369 times!

Check Also

হাওরে ইজারা অবিলম্বে বন্ধ করা উচিত -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার বলেছেন, ‘আমি মনে করি, হাওরে ইজারা …