সোমবার , মার্চ ১০ ২০২৫

কোস্ট গার্ডের অভিযানে পদ্মায় ৫০ মণ জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক: সোমবার ভোর রাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান মাওয়া কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ২০০০ কেজি (৫০ মণ) জাটকা জব্দ করা হয়।সোমবার (১৯ এপ্রিল) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাওয়ার কবুতরখোলা অঞ্চল সংলগ্ন এলাকায় পদ্মা নদীর পাড়ে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় উক্ত এলাকায় নদীর পাড়ে থাকা ১০ টি গ্যালন তল্লাশী করে আনুমানিক ২,০০০ কেজি (৫০ মণ) জাটকা পাওয়া যায়। উক্ত অভিযানে জাটকার প্রকৃত মালিকদের পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে জব্দকৃত জাটকা সমূহ সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়োমিত অভিযান অব্যাহত থাকবে।

This post has already been read 3215 times!

Check Also

বাজারে এলো জাপফার নতুন এসটিপি ফ্লোটিং ফিশ ফিড

নিজস্ব প্রতিবেদক: দেশের মৎস্য খাতকে আরও লাভজনক করতে বিশ্বখ্যাত কোম্পানি জাপফা কমফিড বাংলাদেশ পিটিই লিমিটেড …