রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

রাণীনগরে অভ্যন্তরিন গম সংগ্রহ অভিযানের উদ্বোধন

রাজেকুল ইসলাম (রাণীনগর, নওগাঁ)  : নওগাঁর রাণীনগর উপজেলায় সোমবার(১৯ এপ্রিল) দুপুরে উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গনে অভ্যন্তরিন গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ আলহাজ্ব মো: আনোয়ার হোসেন হেলাল এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিরাজুল ইসলাম সরকার, খাদ্য পরিদর্শক ও খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক উজ জামান, খাদ্য গুদামের হিসাব রক্ষক মুনির হোসেন প্রমুখ।

অত্র উপজেলায় চলতি মৌসুমে গম চাষীদের কাছ থেকে ২৮টাকা কেজি দরে ১৯০মেট্টিকটন গম সংগ্রহের লক্ষ্যমাত্র ধরা হয়েছে। একজন গমচাষী সর্বচ্চ ৩ মেট্টিকটন গম বিক্রয় করতে পারবেন। চলতি মৌসুমে উপজেলা ৮ ইউনিয়নে ৩৫০হেক্টর জমিতে বিভিন্ন জাতের গম চাষ করা হয়েছে।

This post has already been read 4970 times!

Check Also

সুনামগঞ্জে বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সমূহের কর্মশালা

মো. জুলফিকার আলী (সিলেট) : বিনা উপকেন্দ্র, সুনামগঞ্জ এর আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, …