রবিবার , জানুয়ারি ১৯ ২০২৫

পাবনার আটঘোরিয়ায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মো. জুলফিকার আলী (পাবনা) : ২০২০-২১ অর্থ বছরের খরিপ-১/২০২০-২১মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) পাবনার আটঘোরিয়া উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসন চত্বরে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লকডাউন চলাকালীন স্থাস্থ্য বিধি মেনে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্ধোধন করেন, আটঘোরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফুয়ারা খাতুন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, করোনা ভাইরাসজনিত মহামারীতে সামাজিক দূরত্ব বজায় রেখে কৃষি বিভাগ এবং কৃষক খাদ্য ও পুষ্টি উৎপাদনে নিরলস কাজ করেছে, যা প্রসংশনীয়। কৃষি উৎপাদনও বৃদ্ধি পেয়েছে, এর ধারাবাহিকতা অব্যহত রাখতে বর্তমান সরকার জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের সমন্বয়ে কৃষি প্রণোদনা কর্মসূচীর মাধ্যমে বিভিন্ন ফসল উৎপাদনে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রোখশানা কামরুনাহার বলেন, আউশ ধান উৎপাদনে সেচের তেমন প্রয়োজন হয় না, খরচ কম লাগে। এ অর্থবছরে পৌরসভায়  ১৩০ জন, মাজপাড়া ইউনিয়নে ১১০ জন, চাঁদভা ইউনিয়নে ১৬০ জন , দেবোত্তর ইউনিয়নে ১৯০ জন এবং লক্ষীপুর ইউনিয়নে ২০০জন করে উপজেলায় মোট ৯০০’শত কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি আউশ ধানের এর বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার পর্যায়ক্রমে বিতরণ হচ্ছে। তাই প্রাপ্ত বীজ ও সার সময়মত জমিতে ব্যবহার করে আউশ ধান উৎপাদন বৃদ্ধি করার জন্য চাষীদের অনুরোধ জানান।

প্রধান অতিথির উপস্থিতে কৃষকের মাঝে বিনামূল্যে জনপ্রতি আউশ ধানের বীজ-০৫ কেজি, ডিএপি সার ২০ কেজি ও এমওপি সার ১০ কেজি হারে কয়েকজন কৃষকের বিতরণ করা। অনুষ্ঠানে অ্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং এসএপিপিও ও উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ প্রমুখ। অনুষ্টানটি সঞ্চলনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ নূরে আলম সিদ্দিক।

This post has already been read 3726 times!

Check Also

রাজশাহীতে অনুষ্ঠিত হলো মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ

রাজশাহী সংবাদদাতা: “মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প” ২০২৪-২৫ অর্থ বছরের …