Friday , March 28 2025

বরিশাল সদরে কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ

নাহিদ বিন রফিক ( বরিশাল): বরিশাল সদরের উপজেলা পরিষদ চত্বরে গতকাল (২৭ এপ্রিল) একজন কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিস আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ সাইদুর রহমান রিন্টু।

উপজেলা কৃষি অফিসার মোসা. ফাহিমা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রেহানা বেগম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার তানজিলা আহমেদ, এইও মো. মাহফুজুর রহমান, উপজেলা প্রকৌশলী সৈয়দ মাঈনুল মাহমুদ প্রমুখ।

প্রধান অতিথি বলেন,  কৃষি ক্ষেত্রে সরকারের ভর্তুকি প্রশংসাযোগ্য। করোণামহামারীর  ক্রান্তিলগ্নে শ্রমিক সংকটকালীন সময়ে কৃষকের ধান দ্রুত ঘরে তুলতে এ কম্বাইন হারভেস্টার যথেষ্ট সহযোগিতা করবে। এজন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, এসিআই মটরস লিমিটেডের ইয়ানমার কম্বাইন হারভেস্টারটি দিয়ে ঘন্টায় ১ একরের ধান কর্তন, মাড়াই ও বস্তাবন্দি করা সম্ভব। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতাধীন এ অত্যাধুনিক যন্ত্রটি টুংগিবাড়িয়া ইউনিয়নের অগ্রগামী কৃষক হাজি মো. মহসীন ৫০% ভর্তুকি মূল্যে ক্রয় করেন। এর বাজারমূল্য ৩১ লাখ টাকা।

This post has already been read 3732 times!

Check Also

সিলেটে অনাবাদি জমিতে পুষ্টি বাগান স্থাপন প্রকল্প নিয়ে সেমিনার অনুষ্ঠিত

মো.জুলফিকার আলী (সিলেট) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের আয়োজনে এবং ২০২৪-২৫ অর্থবছরের “অনাবাদি পতিত …