Thursday , April 17 2025

বরিশালে কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) আঞ্চলিক অফিস আয়োজিত দিনব্যাপী কর্মকর্তাদের প্রশিক্ষণ আজ  (বৃহস্পতিবার) বরিশালের খামারবাড়িতে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন।

তিনি বলেন, প্রতিটি কাজের রেকর্ড সংরক্ষণ করা জরুরি। অনেক কর্মকর্তা-কর্মচারী আছেন, যারা এ বিষয়ে উদাসীন। এ অবস্থার পরিবর্তন হওয়া চাই। সংশ্লিষ্ট ব্যক্তিকে দিয়েই আর্থিক ও প্রশাসনিক কাজ করানো উচিত। এর দুর্বলতায় অফিস ব্যবস্থাপনার কাজ সঠিকভাবে হবে না। আধুনিক অফিস ব্যবস্থাপনায় অনেক নতুনত্ব রয়েছে। এগুলো রপ্ত করার মাধ্যমে একজন কর্মকর্তা নিজেকে দক্ষ করে তুলতে পারেন। যেহেতু তাকে টেকনিক্যাল বিষয়ের পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক দিকও  দেখতে হয়; তাই সকল বিষয়ে পারদর্শী হতে হবে।

ডিএই বরিশালের উপপরিচালক হৃদয়েশ্বর দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএই সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (সরেজমিন উইং) মো. মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডিএই বরিশালের অতিরিক্ত উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম। চলতি অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নের আওতাধীন এ প্রশিক্ষণে বরিশাল অঞ্চলের  বিভিন্ন উপজেলার ৩০ জন কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 4025 times!

Check Also

মাটি পরীক্ষা ও সুষম সার ব্যবহারের উপর মাঠ দিবস অনুষ্ঠিত

পাবনা সংবাদদাতা: পাবনা’য় মাটি পরীক্ষার ভিত্তিতে বারি গম ৩৩ এ সুষম সার ব্যবহারের প্রায়োগিক ট্রায়ালের …