বৃহস্পতিবার , ডিসেম্বর ১৯ ২০২৪

সচিবালয়ে অফিস করেছেন কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি। (ফাইল ছবি)

ঈদের ছুটি শেষে সচিবালয়ে আজ রবিবার (১৬ মে) অফিস করেছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি। অফিসে নিয়মিত কাজ সম্পাদনের পাশাপাশি তিনি সারা দেশের বোরো ধানসহ অন্যান্য ফসলের পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন। এ বিষয়ে তিনি  সংস্থাপ্রধান ও মাঠ পর্যায়ের অনেক কর্মকর্তাদের সাথে ফোনে কথা বলেছেন।

মন্ত্রী বলেন, খাদ্য উৎপাদন অব্যাহত রাখা ও তা আরও বৃদ্ধি করতে আমাদের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মীরা করোনাকালে জীবনের ঝুঁকি নিয়েও সম্মুখ সারির যোদ্ধাদের মতো কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। তিনি এসময় স্বাস্থ্যবিধি মেনে এ ধারা অব্যাহত রাখা ও আরও গতিশীল করার জন্য সকল স্তরের কর্মকর্তা-কর্মচারিদেরকে আহ্বান জানান।

এছাড়া, মন্ত্রী নেদারল্যান্ডে আগামী ২০২২ সালের এপ্রিল-অক্টোবরে অনুষ্ঠেয় ‘৭ম আন্তর্জাতিক হর্টিকালচার এক্সিবিশন’ এ অংশগ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ সভায় মিলিত হন। ২০২২ সালে বাংলাদেশ-নেদারল্যাণ্ডের কূটনৈতিকসম্পর্কের ৫০ বছর পূর্ণ হবে, এ উপলক্ষ্যে উল্লিখিত এক্সিবিশনে কৃষিতে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্য,  এ দেশের কৃষিপণ্য ও সম্ভাবনাকে তুলে ধরতে ‘বাংলাদেশ ডে’ পালনের জন্য নেদারল্যান্ডকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: মেসবাহুল ইসলাম ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও অফিস করেছেন।

This post has already been read 4580 times!

Check Also

ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ

ময়মনসিংহ সংবাদদাতা: উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের …