Monday , March 31 2025

মাদারীপুরের বারি মুগ-৬’র ওপর কৃষক সমাবেশ অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের আয়োজনে বারি মুগ-৬ ও বারি মুগ-৮’র উৎপাদনশীলতা বৃদ্ধি শীর্ষক এক কৃষক সমাবেশ সোমবার (২৪ মে) মাদারীপুরের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (সেবা ও সরবরাহ) ড. এস এম শরিফুজ্জামান।  তিনি বলেন, বারি মুগ-৬ এবং বারি মুগ-৮ জাত দু’টো স্বল্প মেয়াদি। এর আবাদে ফসলের নিবিড়তা বৃদ্ধি পায়। তাই কৃষকেরাও লাভবান হন। পাশাপাশি ডালের বৈদেশিক নির্ভরতা কমিয়ে দেশের অর্থনৈতিক মুদ্রা সাশ্রয়ে রাখে অনন্য অবদান।

আয়োজক প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ছালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপরিচালক  মো. মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা  নন্দ দুলাল কুন্ডু। বাংলাদেশ তৈল বীজ ও ডাল ফসলের গবেষণা ও উন্নয়ন প্রকল্প আওতাধীন এ সমাবেশে ৬০ জন ডালচাষি অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, এ জাত দু’টো মোজাইক ভাইরাসসহনশীল। উৎপাদন খরচ কম। এছাড়াও জমির উর্বরতা শক্তি বাড়াতে সহায়তা করে।

This post has already been read 4145 times!

Check Also

সিলেটে অনাবাদি জমিতে পুষ্টি বাগান স্থাপন প্রকল্প নিয়ে সেমিনার অনুষ্ঠিত

মো.জুলফিকার আলী (সিলেট) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের আয়োজনে এবং ২০২৪-২৫ অর্থবছরের “অনাবাদি পতিত …