সোমবার , নভেম্বর ১৮ ২০২৪

বরিশালে ফসল উৎপাদনে টেকসই কৃষি তথ্যের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বরিশালে ফসল উৎপাদনে টেকসই কৃষি তথ্যের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): কৃষি তথ্য সার্ভিস আয়োজিত ফসল উৎপাদনে টেকসই কৃষি তথ্যের ভূমিকা শীর্ষক দিনব্যাপী এক সেমিনার আজ (সোমবার, ৩১ মে)বরিশালের খামারবাড়িতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলম। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক ড. মো. আলমগীর হোসেন এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফি উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রফেসর ড. মো. মামুন-উর-রশিদ।

কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পিরোজপুরের উপপরিচালক চিন্ময় রায়, বরিশালের উপপরিচালক হৃদয়েশ^র দত্ত, ঝালকাঠির উপপরিচালক মো. ফজলুল হক, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের যুগ্ম পরিচালক ড. একেএম মিজানুর রহমান, ঝালকাঠির জেলা প্রশিক্ষণ অফিসার মো. মনিরুল ইসলাম, পটুয়াখালীর জেলা প্রশিক্ষণ অফিসার মো. খায়রুল ইসলাম মল্লিক, ভোলার জেলা প্রশিক্ষণ অফিসার মো. রাশেদ হাসনাত, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন বরগুনার অতিরিক্ত উপপরিচালক এস এম বদরুল আলম, বরিশালের অতিরিক্ত উপপরিচালক সাবিনা ইয়াসমিন, ভোলা সদরের উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ রিয়াজ উদ্দিন, লালমোহনের উপজেলা কৃষি অফিসার এএফএম শাহাবুদ্দিন প্রমুখ।

সভাপতি বলেন, মাঠের প্রত্যেকটি ফসলের জাত সম্পর্কে তথ্য থাকা চাই। কৃষকের কাছ থেকে সঠিক সমস্যা চিহ্নিত করে তা সমাধান করতে হবে। জলবায়ু পরিবর্তনের সাথে খাপখাইয়ে ফসলের উন্নত জাত উদ্ভাবন করা দরকার। আর তা চাষিদের দোরগোড়ায় পৌঁছানো জরুরি। এসবের মাধ্যমে ফসল উৎপাদন টেকসই হবে। অনুষ্ঠানে কৃষি সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের  ৪৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 2947 times!

Check Also

পাবনায় বস্তায় আদা চাষ পদ্ধতির মাঠ দিবস ও কারিগরি আলোচনা

মো. গোলাম আরিফ (পাবনা) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের …