বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

বিক্রয় ও বিপণন কর্মকর্তাদের মাঝে মোটরসাইকেল বিতরণ করলো আস্থা ফিড

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: আস্থা ফিডের বিক্রয় ও বিপণন কর্মকর্তাদের মাঝে  Honda x-blade 160cc মোটরসাইকেল বিতরণের মাধ্যমে পোল্ট্রি শিল্পে নজিরবিহীন ইতিহাস গড়লো আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

দেশের প্রত্যন্ত অঞ্চলের পোল্ট্রি, ফিশ, ক্যাটেল খামারীদের পরামর্শ প্রদান, ভেটেরিনারি ও টেকনিক্যাল সমস্যা সমাধান আরও দ্রুত ও দক্ষতার সাথে সম্পন্ন করার জন্য আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড মাঠ পর্যায়ে কর্মরত বিক্রয় ও বিপণন কর্মকর্তাদের মাঝে মোটর সাইকেল বিতরণ করে।

শনিবার (১৩ জুন) আস্থা ফিডের কর্পোরেট কার্যালয়ে অনুষ্ঠিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের দিলকুশা ব্রাঞ্চের ম্যানেজার ও এসইভিপি আবদুল বাতেন চৌধুরী কর্মকর্তাদের মাঝে মোটর সাইকেলের চাবি হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়াম্যান মোশারফ হোসেন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দীন খান, সিওও এম এ মালেক, পরিচালক মো. সালাউদ্দিন, ইব্রাটাস ট্রেডিং কোম্পানীর মহাব্যবস্থাপক সৈয়দ আরিফুল হক সুমন-সহ আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ইব্রাটাস ট্রেডিং কোম্পানীর সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

This post has already been read 3163 times!

Check Also

ভারতীয় চালের প্রথম চালান আগামীকাল দেশে পৌঁছাবে

নিজস্ব প্রতিবেদক: উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত  থেকে আমদানিকৃত ২৪ হাজার ৬৯০  মেট্রিক টন সেদ্ধ …