Tuesday , April 22 2025

বাফিটা’র কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: প্রাণিজ (পোল্ট্রি, ডেইরী ও মৎস্য) খাদ্যের  অত্যাবশ্যকীয় উপকরণ/মৌলিক কাঁচামাল আমদানীকারক, উৎপাদনকারী, স্থানীয়ভাবে সংগৃহীত ও সরবরাহকারী বৃহত্তর বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ এগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইম্পোটার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশন-রেজিষ্ট্রেশন নং- TO : 944/2017 এর ১৫ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাফিটা’র অফিস কনফারেন্স কক্ষে গত ১৯ জুন (শনিবার) অনুষ্ঠি উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০ জুন পোর্ট-ফোলিও ১০ (দশ) জন ও ০৫ (পাঁচ) জন কার্যনির্বাহী সদস্যও নির্বাচিত হন।

এতে সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হন মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী সুধীর চৌধুরী এবং মহাসচিব পদে নঃনির্বাচিত নির্বাচিত হন মেসার্স হেলাল এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মো. হেলাল উদ্দিন।

এছাড়াও সিনিয়র সহ-সভাপতি পদে মো. সবির হোসেন, স্বত্বাধিকারী, মেসার্স এম.এস ট্রেডিং; সহ-সভাপতি পদে মো. আবুল কালাম আজাদ, স্বত্বাধিকারী, মেসার্স আল-আমিন পোল্ট্রি  ফিড; সহ-সভাপতি পদে মো. সৈয়দুল হক খান, ব্যবস্থাপনা পরিচালক, খান এগ্রো ফিড প্রোডাক্টস; যুগ্ন মহাসচিব পদে মো. মাহবুবুল আলম, স্বত্বাধিকারী, মেসার্স রহমান ট্রেডার্স; সাংগঠনিক সম্পাদক পদে মো. গিয়াস উদ্দিন খান, স্বত্বাধিকারী, এইচ এন্ড কে ফিড প্রোডাক্টস; কোষাধ্যক্ষ পদে মো. ফারুক, স্বত্বাধিকারী, ফয়সাল ট্রেডিং কোম্পানী; সমাজকল্যাণ সম্পাদক পদে মমতাজ হোসেন ইতি, স্বত্বাধিকারী, মেসার্স ইতি এন্টারপ্রাইজ; প্রচার সম্পাদক পদে সাদিয়া আফরিন মুন্নি, স্বত্বাধিকারী, মেসার্স সিনথিয়া এন্টারপ্রাইজ নির্বাচিত হন।

কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত ০৫ (পাঁচ) জন সদস্যবৃন্দ হলেন –  সৈয়দ কামালুর রহমান খোকন, ব্যবস্থাপনা পরিচালক, সি.আার পোল্ট্রি এন্ড ফিস ফিডস লিঃ,;  মো. হাবিবুর রহমান, স্বত্বাধিকারী, আল-হাবিব এন্টারপ্রাইজ;  মো. আলাল আহমেদ, স্বত্বাধিকারী, মেসার্স আলাল এন্টারপ্রাইজ; মো. খোরশেদ আলম, স্বত্বাধিকারী, তাজ রেডি ফিডস;  মোহাম্মাদ শাহ্ একরাম, স্বত্বাধিকারী, মেসার্স একরাম এন্ড ব্রাদার্স।

This post has already been read 4837 times!

Check Also

এগ্রো প্রফেশনাল’স অব বাংলাদেশের ইফতার মাহফিল ও মিলনমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: দলমত নির্বিশেষে সবার সম্মিলিত সহযোগিতায় দেশের কৃষি ও প্রাণিজ আমিষ খাতকে এগিয়ে নেওয়ার …