Saturday , April 19 2025

পুকুর থেকে সাপ তাড়ানোর উপায়

সালাহ উদ্দিন সরকার তপন: মাছ চাষে সাপ একটি যন্ত্রনার নাম, সাপ পুকুরের ঢুকতে পারলে অনেক মাছ খেয়ে ফেলে, বিশেষ করে ছোট পোনা হলে ১০০ – ১৫০ টি পোনা এক দিনেই সাবার করে ফেলে এই সাপ, তাই চাষি ভাইয়েরা পড়েন গ্যাঁড়াকলে বিশেষকরে ছোট মাছ নার্সিং চলাকালে, তাই এক মাছ চাষি ভাই গতকাল রাতে অনুরোধ করেছেন পুকুর থেকে সাপ তাড়ানোর উপর কিছু লিখতে, আমি অনেক জানতে চেষ্টা করেছি এমন কোন গাছ আছে কিনা যা থাকলে সাপ পুকুর পারে আসবেনা, কিন্তু বিধিবাম এমন কোন গাছের সন্ধান পেলামনা, আমার অনুরোধ থাকবে, আপনাদের যদি এমন কোন গাছের নাম জানা থাকে যে গাছ থাকলে সাপ আসেনা দয়া করে গাছটির নাম জানাবেন, তাহলে অনেক চাষি ভাইয়েরা উপকৃত হবে, যাই হোক কিছু পদ্ধতি বা উপায় জানা থাকলে পুকুর থেকে সাপ তাড়ানো যায় কিংবা সাপের উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায়। এমনই কিছু উপায় চলুন জেনে নেওয়া যাক-

১) পুকুরের চারপাশে মিহি জাল দিয়ে বেড়া দিন (নেটিং), এটা সব চাইতে নিরাপদ ও পরিবেশ বান্ধব পদ্ধতি, এতে করে বাহির থেকে উদ, সাপ ও ব্যাঙ পুকুরে প্রবেশ করে পুকুরের পোনা ও মাছ খেতে পারবেনা।

২) পুকুর পাড়ের চারপাশে ব্লিচিং পাউডার ছড়িয়ে রাখুন,  তাতে সাপখোপের উপদ্রব থেকে মুক্তি পাবেন।

৩) সাপ তাড়াতে পুকুর পাড়ের চারপাশে সালফার পাউডার ছড়িয়ে রাখুন। এর গন্ধে সাপ পুকুরের ভিতরে ঢুকতে পারবে না।

৪) ইঁদুর বা ব্যাঙের উপদ্রব থাকলে, সাপ বেশি আসে। তাই আগে সেগুলোকে তাড়ানোর বন্দোবস্ত করুন।

৫) সাপের দেহে jacob;s organ নামক এক ধরনের smell detective organ থাকে যার সাহায্যে সাপ বাতাস থেকে গন্ধ নেয়।carbolic acid মিশ্রিত বাতাস যখন শ্বাস-প্রশ্বাসের সাথে সাপের দেহে প্রবেশ করে তখন সাপ বুঝতে পারে যে আশে-পাশের পরিবেশ তার জন্য নিরাপদ বা উপযুক্ত নয়,ঠিক যেমন টা হয় তেলাপোকা তাড়ানোর জন্য ন্যাপথালিন ব্যবহারে। আর এই কারনে carbolic acid এর জার বা বোতলকে খোলা রাখা হয় যেন সহজেই তা বাতাসে মিশে যেতে পারে, তবে কার্বলিক অ্যাসিড সবসময় কাঁচের বোতলে রাখবেন। কোনও কাঁচের বোতলে অ্যাসিড রেখে বিভিন্ন জায়গায় রেখে দিন। সাপ থাকলে তা অ্যাসিডের গন্ধে পালিয়ে যাবে।  কিন্তু পুকুরের মত খোলা জায়গায় রোদ ও বৃষ্টিতে এই পদ্ধতি সফল করা যাবে বলে মনে হচ্ছেনা,

৬) আশপাশের জঞ্জাল, আবর্জনা নিয়মিত সাফসাফাই করুন। পুকুরের চারপাশে ও বাগানে আগাছা জমতে দেবেন না। তবে পুকুরের পাড় গুলো সবজি ও পেপের বাগান করে লাভবান হন,

৭) স্নেক গার্ড লাঠি বা দণ্ড: ভারতে দেব্ব্রত রায় নামের এই ব্যাক্তি আবিস্কার করেছেন সাপ তারানোর এক অভিনব লাঠি, এই লাঠি কোন সাধারন কাঠের লাঠি নয়, এটি একটি দাতব দণ্ড, যাতে লাগানো আছে এক বিশেষ মেশিন যা সৌর শক্তির সাহায্যে চার্জ করানো যায়, এই দণ্ডটি মাটিতে ১০ ইঞ্চি গেঁথে দিলে তখন এই মেশিন থেকে বের হয় আলট্রা সোনিক শব্দ তরঙ্গ প্রতি ১০ সেকেন্ড অন্তর অন্তর যা ৫০ মিটার বা ১৬৪ ফুট দূরত্বের মধ্যে থাকা সাপ তাদের ত্বক দিয়ে অনুভব করতে পারে, আর এর ফলে তারা এই যন্ত্রের দিকে না এসে উল্টা দিকে চলে যায়, গত জুলাই থেকে ভারতের বাজারে এই দণ্ডটি বানিজ্যিকভাবে বিক্রির জন্য আসার কথা

৮)  অভিজ্ঞ এবং প্রবীণদের পরামর্শ হচ্ছে সজিনার ছাল এবং রসুন থিতু করে ছিটিয়ে রাখলে সাপ আসে না।

লেখক: ম্যানেজিং পার্টনার, বারনি বায়োটেক ফিস কালচার ও সরকার এগ্রো ফিসারিজ। ই – মেইলঃ akmsus@gmail.com

This post has already been read 10558 times!

Check Also

ইলিশকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : ইলিশকে গ্লোবাল ফিস উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, …