Tuesday , April 22 2025

বরিশাল সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ

বরিশাল সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ

নাহিদ বিন রফিক (বরিশাল): চলতি খরিফ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় রবিবার (১৯ সেপ্টম্বর) বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ, সার ও সাইন বোর্ড বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান। উপজেলা কৃষি অফিসার মোসা. ফাহিমা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার মো. মাহফুজুর রহমান এবং এইও  তানজিলা আহমেদ।

প্রধান অতিথি বলেন, পাট আমাদের সোনালী আঁশ। তাই এর হারানো ঐতিহ্য ফিরে আনতে হবে। এ জন্য পাটের উৎপাদন বাড়ানো দরকার। আর তা বাস্তবায়নে এ ধরনের প্রণোদনা যথেষ্ট ভূমিকা রাখবে।

উপজেলা কৃষি অফিসার জানান, পাটবীজ উৎপাদনের লক্ষ্যে ২০ জন কৃষকের প্রত্যেককে ৫ শ’ গ্রাম পাটবীজ বিতরণ করা হয়। পাশাপাশি ১০ কেজি হারে ইউরিয়া, টিএসপি, এমওপি সার এবং ১’টি করে সাইনবোর্ড দেওয়া হয়। পরবর্তীতে পরিচর্যা ও বালাইনাশক বাবদ  জনপ্রতি ২ হাজার ৬ শ’ ৩০ টাকা বিকাশের মাধ্যমে প্রদান করা হবে।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট উপসহকারি কৃষি কর্মকর্তাসহ অর্ধশতাধিক স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।

 

 

This post has already been read 3149 times!

Check Also

বগুড়ায় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

পাবনা সংবাদদাতা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চল, বগুড়ার আয়োজনে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় …