রবিবার , ফেব্রুয়ারি ২৩ ২০২৫

পুঁজিবাজারে আসবে সলিড ফিডস্

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভূক্ত হতে সলিড ফিড মিলস লিমিটেড বাজারে শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ফিক্সড প্রাইস পদ্ধতিতে কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) এর মাধ্যমে বাজারে আসতে চায় কোম্পানিটি।

এই লক্ষ্যে সলিড ফিড মিলস লিমিটেড, বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের মধ্যে ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়।

রবিবার (১৯শে সেপ্টেম্বর) ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের কার্যালয়ে বিএমএসএল অ্যাসেট ম্যানেজমেনট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ও ওয়েলথ এক্সএল ক্যাপিটাল ইউকে এর কান্ট্রিহেড এম শহিদুর রহমানের উপস্থিতিতে চুক্তি সই হয়।

এই সময় সময় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন সলিড ফিড মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দূল্লাহ আল হেলাল, বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মতিন ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম রশিদুল হাসান।

এসময় আরও উপস্থিত ছিলেন সলিড ফিড মিলস লিমিটেডের চেয়ারম্যান ডা. ওমর আলী, ভাইস চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম সেলিম, পরিচালক ডা. এ কে এম ফারুক সহ বিএএমএসএল ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

This post has already been read 3523 times!

Check Also

নবনিযুক্ত ডিএলএস ডিজির সাথে এগ্রো প্রফেশনালস অফ বাংলাদেশ নেতৃবৃন্দের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক ড. মো: আবু সুফিয়ান- এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন …