রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

জাপান বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের দোয়া মাহফিল

কৃষিবিদ শওকত মোমেন শাজাহান এমপি এবং কৃষিবিদ আব্দুল মান্নান এমপি স্মরণে

আন্তর্জাতিক ডেস্ক: মরহুম কৃষিবিদ শওকত মোমেন শাজাহান এমপি এবং মরহুম কৃষিবিদ আব্দুল মান্নান এমপি স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাপান বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের আয়োজনে টোকিওতে অবস্থিত তোখরযা মসজিদে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বাদ জুমআ ঐ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিলে কৃষিবিদ শওকত মোমেন শাজাহান এবং কৃষিবিদ আব্দুল মান্নান ছাড়াও দেশ-বিদেশে করোনায় মৃত অন্যান্য কৃষিবিদেদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন তোখরযা ছাইতামা মসজিদের ইমাম মুফতি আবু সাঈদ। দোয়া মাহফিলে জাপান বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সভাপতি কৃষিবিদ মো. বজলুল ইসলাম, সাধারন সম্পাদক কৃষিবিদ শেখ ইসতিয়াক আহম্মদ ছাড়াও অন্যান্য কৃষিবিদ ও মুসুল্লীরা অংশগ্রহন করেন।

This post has already been read 3688 times!

Check Also

দি ভেট এক্সিকিউটিভ এর পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন

এগ্রিনিউজ২৪.কম : গত (১৮ সেপ্টেম্বর) বিকালে নব গঠিত The Vet Executive এর কার্যকরী কমিটির পক্ষ …