সোমবার , নভেম্বর ১৮ ২০২৪

বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে রচনা ও আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রী সোসাইটি

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: শুক্রবার (৮ অক্টোবর) ‘বিশ্ব ডিম দিবস ২০২১’ উপলক্ষ্যে বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রী সোসাইটি (BAHS) -এর উদ্যোগে রচনা ও আলোকচিত্র (ফটোগ্রাফি) প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

রচনা প্রতিযোগিতা

বিষয়: মেধাবী জাতি গঠনে ডিমের ভূমিকা

যোগ্যতা: পঞ্চম থেকে দশম শ্রেণীর মধ্যে পড়ুয়া সকল ছাত্র ছাত্রীর জন্য উন্মুক্ত।

রচনা লেখার সাইজ: ১২০০-১৫০০ শব্দের মধ্যে হতে হবে।

রচনা জমাদানের পদ্ধতি:

১. অংশগ্রহণকারীকে অবশ্যই আগামী ১০ই অক্টোবর ২০২১ ইং তারিখের মধ্যে bdahsofficial@gmail.com

ইমেইল আইডিতে রচনা স্ক্যান করে jpg/jpeg/pdf ফরম্যাটে পাঠাতে হবে।

২. ইমেইলের সাবজেষ্টের ঘরে অবশ্যই “Article writing” লিখতে হবে।

৩. ইমেইলের বডিতে অংশগ্রহণকারীর নাম, পিতার নাম , মোবাইল নাম্বার এবং ঠিকানা উল্লেখ থাকতে হবে।

ফলাফল প্রকাশ: ১২/১০/২০২১ ইং তারিখে বিজ্ঞ বিচারকমণ্ডলীর মতামতের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীর নাম প্রকাশ করা হবে এবং পুরস্কার প্রদান করা হবে।

আলোকচিত্র (ফটোগ্রাফি) প্রতিযোগিতা

প্রতিপাদ্য বিষয়: প্রাণিসম্পদ বাংলাদেশ

অংশগ্রহণকারী: সকলের জন্য উন্মুক্ত।

১. প্রতি সদস্য সর্বোচ্চ তিনটি ছবি জমা দিতে পারবেন এবং ছবির ক্যাপশন থাকতে হবে।

২. ছবির সাইজ লম্বা দিকে কমপক্ষে ২০০০ পিক্সেল হতে হবে।

৩. ছবি bdahsofficial@gmail.com ইমেইল আইডিতে পাঠাতে হবে এবং সাবজেন্টের ঘরে অবশ্যই

“Photograpy Competition” লিখতে হবে।

৪. ইমেইলের বডিতে অংশগ্রহণকারীর নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং কর্মরত প্রতিষ্ঠান এর পদবী এবং

ঠিকানা উল্লেখ থাকতে হবে।

৫. ছবি জমাদানের শেষ তারিখ ১০ই অক্টোবর ২০২১]

ফলাফল প্রকাশ: ১২/১০/২০২১ ইং তারিখে বিজ্ঞ বিচারকমণ্ডলীর মতামতের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীর নাম প্রকাশ করা হবে এবং পুরস্কার প্রদান করা হবে।

বিশেষ প্রয়োজনে : মোঃ শাহজালাল সরকার, দপ্তর সম্পাদক, মোবাইলঃ ০১৭১৭৫৯১৩১০

বিশ্ব ডিম দিবস ২০২১ সফল করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করছি।

This post has already been read 4353 times!

Check Also

দি ভেট এক্সিকিউটিভ এর পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন

এগ্রিনিউজ২৪.কম : গত (১৮ সেপ্টেম্বর) বিকালে নব গঠিত The Vet Executive এর কার্যকরী কমিটির পক্ষ …