নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে পানি সম্পদ ও মাটির লবণাক্ততা ব্যবস্থাপনার মাধ্যমে বোরো ধানের আবাদ বৃদ্ধি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর (শনিবার) নগরীর ব্রি হলরুমে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম। তিনি বলেন, দেশের অন্যত্র বোরো আবাদের ক্ষেত্রে জমির সর্বোচ্চ ব্যবহার হয়ে গেছে। তবে বরিশাল অঞ্চলে সম্প্রসারণের রয়েছে যথেষ্ট সুযোগ। উন্নত জাতের বীজ সেচ ব্যবস্থার মাধ্যমেই তা সম্ভব।
আয়োজক প্রতিষ্ঠানের মহাপরিচালক মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক মো. আসাদুল্লাহ্। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন।
ব্রির ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্ত ড. মো. আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বকÍব্য রাখেন ডিএই’র সরেজমিন উইংয়ের পরিচালক এ কে এম মনিরুল আলম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সদস্য পরিচালক ( ক্ষুদ্র সেচ) মো. জিয়াউল হক, ডিএইর অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলম, বিএডিসির নির্বাহী প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রি প্রমুখ।
অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কৃষকসহ শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।