বৃহস্পতিবার , জানুয়ারি ২৩ ২০২৫

চুয়াডাঙ্গায় গ্রীম্মকালীন বারি টমেটো-৮ এর উপর মাঠ বিদস

মো.জুলফিকার আলী (পাবনা) :  বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), কুষ্টিয়ার সরেজমিন বিভাগের আয়োজনে কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশে গ্রীষ্মকালীন টমেটোর অভিযোজন পরীক্ষা, উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন ও কমিউনিটি বেসড পাইলট প্রোডাকশন গ্রোগ্রাম শীর্ষক কর্মসূচির আওতায় বারি কর্তৃক উদ্ভাবিত  গ্রীম্মকালীন টমেটো-৮ এর উৎপাদন ও সম্প্রসারণ বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় এক মাঠ দিবস গত শুক্রবার (২৯ অক্টোবর) অনুষ্টিত হয়।

অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.মনিরুজ্জামান এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপ সচিব, মোহাম্মদ জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি),কুষ্টিয়ার সিনিয়র সায়েন্টফিক অফিসার কৃষিবিদ ড. জাহান আল মাহমুদ সজল প্রমুখ ।

সিনিয়র সায়েন্টফিক অফিসার কৃষিবিদ ড. জাহান আল মাহমুদ সজল বক্তেব্য বলেন, বারি-টমেটো-৮ জাতের প্রতিটি গাছে ২৫-৩০টি ফল ধরে। চারা লাগানোর ৮০-৮৫দিনের মধ্যে ফল পাকতে শুরু করে। প্রতিটি ফলের ওজন ১০০-১১৫ গ্রাম ফলের রঙ হালকা লাল। ফল মাংসল এবং ফলের ত্বক অত্যন্ত পুরু ও শক্ত। সংগৃহীত পাকা ফল ঘরের তাপমাত্রায় ১৫-২০দিন সংরক্ষণ করা যায়। গাছপ্রতি ফলন ২.৫- ৩.০।

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্থাপিত রাজস্ব খাতের অর্থায়নে প্রর্দশণী প্লটে তেল ফসল-পেরিলা, পারিবারিক পুষ্টি বাগান,কৃষিতে যান্ত্রকীকরণে ৫০% ভূর্তিকিতে কম্পাইন হারভেস্টার পরিদর্শন  করেন কৃষি মন্ত্রণালয়ের উপ সচিব,মোহাম্মদ জসিমউদ্দিন। পরিদর্শন শেষে একটি তাল গাছের চারা রোপন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. আব্দুল মাজেদ, সিনিয়র সায়েন্টফিক অফিসার কৃষিবিদ ড. জাহান আল মাহমুদ সজল ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.মনিরুজ্জামান ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্পসারণ কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাসহ প্রায় শতাধিক কৃষক/কৃষাণী উপস্থিত ছিলেন।

This post has already been read 3926 times!

Check Also

জৈব পদার্থ মাটির হার্ট- বরিশালে বিনার মহাপরিচালক

নাহিদ বিন রফিক (বরিশাল): বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মো. আবুল কালাম …